বোয়েসেল কি বোয়েসেল ও বোয়েসেল নিয়োগ সম্পর্কে A টু Z.

বোয়েসেল (BOESL) কি? বোয়েসেল ও বোয়েসেল নিয়োগ সম্পর্কে A টু Z.

বোয়েসেল কি, বোয়েসেল এর পূর্ণরূপ কি এবং বোয়েসেল ও বোয়েসেল নিয়োগ সম্পর্কে জানতে ইচ্ছুক অনেকেই। আবার অনেকেই বোয়েসেল ফোন নাম্বার, বোয়েসেল নোটিশ বোর্ড, সেই সাথে বোয়েসেল নিবন্ধন সম্পর্কেও জানতে ইচ্ছুক। আর তাই সে সকল অডিয়েন্সদের কথা চিন্তা করে আজকের আর্টিকেলে আমরা–  বোয়েসেল ও বোয়েসেল নিয়োগ সম্পর্কে A টু Z আলোচনা করব।

তো পাঠক বন্ধুরা, তাহলে আসুন— বোয়েসেল কি এবং বোয়েসেল সার্কুলার সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত। আশা করি আর্টিকেলটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এবং আপনাদের কাঙ্খিত প্রশ্নগুলোর সমাধান পেতে সক্ষম হবেন আমাদের এই আলোচনা থেকে। সো লেটস স্টারটেড।

আরও দেখুনঃ ফ্রিল্যান্সিং কী ? ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি ? ফ্রিল্যান্সিং এর A টু Z

বোয়েসেল কি?

বোয়েসেল হচ্ছে– বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানি কারক কোম্পানি, যে কোম্পানিটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতির দ্বারা ৭ সদস্যের একটি পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত কোম্পানি। 

মূলত জনশক্তি রপ্তানি কারক এই কোম্পানির প্রধান চেয়ারম্যান ডক্টর আহমেদ মনিরুল সালেহীন, যিনি সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক কোম্পানি বুয়েসেল এর চেয়ারম্যান হওয়ার পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। 

বোয়েসেল এর পূর্ণরূপ কি?

বোয়েসেল এর পূর্ণরূপ বাংলায় হচ্ছে– বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড। 

অন্যদিকে ইংরেজিতে BOESL এর পূর্ণরূপ হচ্ছে— Bangladesh Overseas Employment and Services Limited. 

আরও দেখুনঃ সাম্প্রতিক চাকরির বাজার এবং এর বাস্তবতা।

বোয়েসেল কাকে বলে?

ইতোমধ্যে আমরা বলেছি বোয়েসেল হচ্ছে বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান। যার পুরো নাম বাংলাদেশ ওভার শেষ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিস লিমিটেড। সংক্ষেপে যাকে বোয়েসেল নামে সম্বোধন করা হয়। 

মূলত এরই মাধ্যমে বিভিন্ন দেশে নির্ধারিত নিয়মবিধি প্রতিপালন সাপেক্ষে বাংলাদেশ থেকে প্রতিবছর জনশক্তি প্রেরণ করা হয়। বিদেশের বিভিন্ন বিশ্বাসযোগ্য কোম্পানির মাধ্যমে সরাসরি বিদেশে চাকরির ব্যবস্থা হচ্ছে প্রতিনিয়ত এই জনশক্তি রপ্তানিকারক কোম্পানির মাধ্যমে। 

অতএব এর উপর ভিত্তি করে বলা যায়– যে কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি মেনে বাইরের দেশের জনশক্তি প্রেরণ করা হচ্ছে সেই প্রতিষ্ঠান বা কোম্পানিই হচ্ছে বোয়েসেল। যাদের রয়েছে নির্দিষ্ট কিছু লক্ষ্য ও উদ্দেশ্য। যারা সেবা প্রধান প্রতিশ্রুতিতে আবদ্ধ। 

বোয়েসেল এর রূপকল্প অভিলক্ষ্য ও সেবা প্রদান প্রতিশ্রুতি কি

দেখুন ইতিমধ্যে আপনাদের কাছে এটা সুস্পষ্ট যে বোয়েসেল হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় এবং বেশ কার্যকারী একটি সার্ভিসেস লিমিটেড কোম্পানি। যাদের মাধ্যমে জনশক্তি প্রেরণ করা হয় অন্যান্য দেশগুলোতে। 

কিন্তু এখন জানার বিষয় হলো — বোয়েসেল এর রূপকল্প এবং এদের অভিলক্ষ্য কি সে সম্পর্কে। তাই আলোচনার এ পর্যায়ে আমরা ধারাবাহিকভাবে বোয়েসেল এর রূপকল্প, অভি লক্ষ্য এবং বোয়েসেল এর সেবা প্রধান প্রতিশ্রুতি সম্পর্কে আলোচনা করব। 

বোয়েসেল এর রূপকল্প:   বোয়েসেল এর রূপকল্প হচ্ছে নৈতিকতার সাথে স্বল্প ব্যয় এ নিরাপদ অভিবাসন।

বোয়েসেল এর অভিলক্ষ্য: বোয়েসেল এর অভি লক্ষ্য গুলো হচ্ছে–

  • ন্যূনতম অভিবাসন ব্যয় নিশ্চিত করা
  • সৎস্য নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করা
  • অভিবাসন প্রক্রিয়া স্বচ্ছ দক্ষ ও প্রযুক্তিবান্ধব করা
  • সঠিক কর্মে সঠিক কর্মী প্রেরণ করা এবং
  • নিয়োগকর্তার সাথে কর্মীর সরাসরি যোগাযোগ স্থাপন করা। যাতে করে মধ্যস্বত্ব ভোগের প্রতারণার কোন সুযোগ না থাকে। 

বোয়েসেল এর সেবা প্রদান প্রতিশ্রুতি: বোয়েসেল এর সেবা প্রধান প্রতিশ্রুতি ৪ টি ভাগে বিভক্ত। সেগুলো হলো:-

  • নাগরিক সেবা
  • প্রাতিষ্ঠানিক সেবা
  • অভ্যন্তরীণ সেবা
  • আওতাধীন দপ্তরসমূহের সেবা

এবার আসুন বোয়েসেল এর সেবা প্রধান প্রতিশ্রুতি সম্পর্কে বিস্তারিত পড়ে ফেলা যাক নিম্ন বর্ণিত পয়েন্ট গুলো থেকে। 

আরও পড়ুনঃ নতুন চাকরি খোঁজার টিপস ও বাছাইকৃত সর্বোত্তম উপায়

নাম্বার- ১ 

সেবার নামঃ দক্ষিণ কোরিয়ায় কর্মী প্রেরণ

সেবা প্রদান পদ্ধতিঃ অনলাইন

সেবা প্রদানের সময়সীমাঃ সেবা প্রদানের সময়সীমা মূল রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন ও সার্ভার আপলোড এর সময়সীমা ২৫ থেকে ৩০ দিন এবং অনলাইনে রেজিস্ট্রেশন এর সময়সীমা ০২ দিন।

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রার্থীর যোগ্যতাঃ 

✓ ভিসা ফরম

✓ বায়োডাটা ফরম

✓ বয়স ১৮ থেকে ৩৯ বছর

✓ কমপক্ষে এক বছর বৈধ মেয়াদ সম্পন্ন এমআরপি এর স্ক্যান কপি

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতিঃ 

১। কোরিয়া ভাষা পরীক্ষার ফি বাবদ ২৪ মার্কিন ডলার সমপরিমান বাংলাদেশী ২১০০/-টাকার পে-অর্ডার।

২। বোয়েসেলের সার্ভিস চার্জ ২৪০ (দুইশত চল্লিশ) মার্কিন ডলার এর সমতুল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুই’শ) টাকার পে-অর্ডার (ভ্যাট ব্যতিত)।

৩। জামানত (ফেরতযোগ্য) ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সম্পর্কিত ইনফরমেশনঃ 

জনাব নূরুল ইসলাম, ব্যবস্থাপক (ডাটাবেইজ), ফোন: ১৩৬১৫১৫, ৯৩৬১১২৫, ১৩36508, Ext#116 মোবাইল: ০১৯২৩-454013,

ই-মেইলঃkiron0176@gmail.com

নাম্বার- ০২ 

সেবার নামঃ বিদেশে মহিলা গার্মেন্টস কর্মী প্রেরণ

সেবা প্রদান পদ্ধতিঃ সরাসরি কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত কর্মীদের বিদেশে প্রেরণ

সেবা প্রদানের সময়সীমাঃ মেডিকেল সম্পূর্ণ করার জন্য তিন দিন এবং টিকিট প্রাপ্তির সময়সীমা ১৫ থেকে ৩০ দিন। 

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রার্থীর যোগ্যতাঃ 

✓ কমপক্ষে ০১ (এক) বছর বৈধ মেয়াদ সম্পন্ন মেশিনরিডেবল পাসপোর্ট (এমআরপি) এর স্ক্যানরঙিন ১ কপি এবং সাদাকালো ৫ কপি। ✓পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ১০ কপি

✓নমিনী ফরম ২ কপি

✓মেডিক্যাল স্লিপ (৩ ও ৪ নং ডকুমেন্ট বোয়েসেল হতে প্রদান করা হবে) আবেদন পত্রের ফরম বোয়েসেল-এর ওয়েব সাইডে পাওয়া যাবে।

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতিঃ 

১। মেডিক্যাল ফি বাবদ ১০০০/- (এক হাজার) টাকা প্রয়োজন হয়। 

২। বোয়েসেল এর সার্ভিস চার্জ, বর্হিগমন ছাড় পত্র সংগ্রহ, স্মার্টকার্ড সংগ্রহ ও অন্যান্য সরকারী ফি বাবদ ১৭,৭৫০/- ( সতের হাজার সাতশত পঞ্চাশ) টাকা পে-অর্ডারের মাধ্যমে বোয়েসেলে জমা দিতে হয়।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সম্পর্কিত ইনফরমেশনঃ 

জনাব নোমান চৌধুরী, ব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ), ফোন: ৯৩৬১৫১৫, ১৩৬১১২৫, ১৩৩৬৫০৮, মোবাইল: ০১৭৩৯-553322, ই-মেইল:manageroe1@gmail.com

জনাব মাসুদ আলম শরিফ, ব্যবস্থাপক (বৈ, নিয়োগ), ফোনঃ ৯৩৬১৫১৫, ১৩৬১১২৫, ৯৩৩৬৫০৮, মোবাইল: ০১৫৫২-৩৪৯৫২০ ই-মেইল: sharifboesl147@gmail.com 

জনাব রিফাত তাছনিম, ব্যবস্থাপক (অডিট), ফোনঃ ৯৩৬১৫১৫, ৯৩৬১১২৫, ৯৩৩6508 মোবাইল: 01740109308, ই-মেইল: rifat.moe.boesl@gmail.com

জনাব মাহমুদা পলি, উপ-ব্যবস্থাপক (মহিলা সেল), ফোনঃ ৯৩৬১৫১৫, ৯৩৬১১২৫, ১৩৩৬৫০৮, মোবাইল: ০১৭৪৮-459547 ই-মেইল: polyboesl147@gmail.com

মইনউদ্দিন খন্দকার, অভ্যর্থনাকারী (বৈ. নি), ফোনঃ ৯৩৬১৫১৫, ৯৩৬১১২৫, ৯৩৩৬৫০৮, মোবাইল: ০১৮১৯-337502, ই-মেইল: khondoker.boesl@gmail.com

জনাব ফেরদৌস মো. ইমরান, কম্পিউটারঅপারেটর, ফোনঃ ৯৩৬১৫১৫, ৯৩৬১১২৫, ১৩৩৬৫০৮, মোবাইল: ০১৬৭০-508080, ই-মেইল:fardousboesl@gmail.com

জনাব এমরানউদ্দৌলা পাহলোয়ান, কম্পিউটার

অপারেটর, ফোনঃ ৯৩৬১৫১৫, ৯৩৬১১২৫, ৯৩৩৬৫০৮, মোবাইল: ০১৭১১-০৫৩৩৮৮, ই-মেইল: pahlowan boesl@gmail.com

আরও পড়ুনঃ কোন বিষয় নিয়ে পড়লে ভালো চাকরি পাওয়া যায়? (টিপস ও ট্রিকস)

নাম্বার-৩

সেবার নাম: অন্যান্য কর্মী প্রেরণ (পেশাজীবী/স্বল্পদাক্ষ বা দক্ষ ব্যক্তিবর্গ)

সেবা প্রধান পদ্ধতি: সরাসরি কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত

সেবা প্রদানের সময়সীমা: ১৫ থেকে ৩০ দিন

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান: 

✓ কমপক্ষে ০১ (এক) বছর বৈধ মেয়াদ সম্পন্ন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর স্ক্যানরঙিন ১ কপি এবং সাদাকালো ৫ কপি।

✓পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ১০ কপি

✓বায়োডাটা

✓অভিজ্ঞতার সনদ (মূল কপি প্রদর্শনের জন্য ও ৩ সেট ফটোকপি)

✓মেডিক্যাল স্লিপ (৫ নং ডকুমেন্ট বোয়েসেল হতে প্রদান করা হবে)

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি:

১। নিয়োগকর্তা বিমান ভাড়া প্রদান করলে বোয়েসেল এর সার্ভিস চার্জঃ

ক) পেশাজীবী-৭২,০০০/-

খ) দক্ষ: ৪২,০০০/- গ) স্বল্প দক্ষ: ২৬,৪০০/-

২। নিয়োগকর্তা বিমান ভাড়া প্রদান না করলে বোয়েসেল এর সার্ভিস চার্জঃ

ক) পেশাজীবী-৫৪,000/-

খ) দক্ষ: ৩০,০০০/- গ) স্বল্প দক্ষ: ২০,৪০০/-

ঘ) মহিলা গার্মেন্টস কর্মী: ১২,০০০/-

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সম্পর্কিত ইনফরমেশন:

বিদেশে মহিলা গার্মেন্টস কর্মী প্রেরণ এর পয়েন্টে যে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সম্পর্কিত ইনফরমেশন প্রদান করা হয়েছে সেই একই ফোন নাম্বার এবং মেইলে যোগাযোগ করতে পারেন। 

তবে হ্যাঁ, আপনি যদি বোয়েসেল এ নিবন্ধনের জন্য বোয়েসেল এর সেবা প্রধান প্রতিশ্রুতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে নিচের ইমেজগুলো লক্ষ্য করুন. 

বোয়েসেল অফিসের ঠিকানা | বোয়েসেল ফোন নাম্বার

বোয়েসেল অফিসের ঠিকানা অথবা বোয়েসেল ফোন নাম্বার সংগ্রহ করতে হলে আপনি সরাসরি এখনই গুগলের সার্চ করতে পারেন বোয়েল সেল কোম্পানি অথবা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ লিখে। কেননা আপনি মূলত বোয়েসেল এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই অফিসের ঠিকানা এবং ফোন নাম্বার সংগ্রহ করতে পারবেন। 

চাইলে আমাদের সাজেস্টকৃত লিংকে সরাসরি ভিজিট করার মাধ্যমেও আপনি বোয়েসেল অফিসের ঠিকানা ও ফোন নাম্বার পেতে পারেন। এর জন্য এখনই (ক্লিক করুন) এই লিংকে। 

বোয়েসেল ওয়েবসাইট

এখন জনপ্রিয় সকল প্রতিষ্ঠান বা কোম্পানির রয়েছে একটি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট। যে ওয়েবসাইট থেকে খুব সহজেই ওই কোম্পানি বা প্রতিষ্ঠানের ইতিহাস ঐতিহ্য তাদের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়। তাই আপনি যদি বোয়েসেল এর সর্বশেষ আপডেট গুলো পেতে চান এবং তাদের সার্ভিস সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে বোয়েসেল ওয়েবসাইট ভিজিট করতে হবে আপনাকে। এজন্য সরাসরি ক্লিক করতে পারেন  www.boesl.gov.bd ওয়েবসাইট। লিংকে।

আরও পড়ুনঃ বিদেশে চাকরি পাওয়ার উপায় | বিনা খরচে বিদেশে চাকরি পাওয়ার টেকনিক

বোয়েসেল এর ইতিহাস

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে। এটি বিদেশে বাংলাদেশের জনশক্তি রপ্তানি করে থাকে। যাদের লক্ষ্য উদ্দেশ্য এবং সেবা প্রতিশ্রুতি একতাবদ্ধ ও নিরপেক্ষ। এই প্রতিষ্ঠানের রূপকল্প হচ্ছে নিশ্চিত এবং নৈতিক অভিবাসন সম্পন্ন করা। যেগুলো সম্পর্কে আমরা ইতোমধ্যে সংক্ষিপ্ত আলোচনা প্রদান করেছি। 

এবার আসুন আলোচনার শেষ পর্যায়ে বোয়েসেল ও বোয়েসেল নিয়োগ সম্পর্কে এ টু জেড জেনে নেওয়া যাক। যাতে করে আপনি বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করার মাধ্যমে সঠিক সময়ে আবেদন প্রক্রিয়ার সম্পন্ন করতে পারেন।

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি | বোয়েসেল সার্কুলার | বোয়েসেল নোটিশ বোর্ড ২০২৩

মূলত বছরের একটা নির্দিষ্ট সময়ে বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যে বিজ্ঞপ্তি আপনি বোয়েসেল অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্দিষ্ট সময়ে সংগ্রহ করতে পারেন। এছাড়াও বাংলাদেশের কিছু কিছু জনপ্রিয় চাকরির ওয়েবসাইট গুলোও বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। তাই আপনি বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করতে চাইলে ফলো করতে পারেন বোয়েসেল এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা বাংলাদেশের জনপ্রিয় সেই সকল চাকরির সার্কুলার প্রকাশিত ওয়েবসাইট গুলো। যেমন:-

  • Bdjobs
  • Bdjobs today
  • Totthadi.com
  • Cakrinews.com প্রভৃতি

কেননা আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ইনফরমেশন মূলক আর্টিকেল প্রকাশ করার পাশাপাশি চাকরির সার্কুলার নিয়মিত প্রকাশ করে থাকি। তাই আপনি চাইলে সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করতে পারেন আমাদের চাকরি নিউজ ডটকম ওয়েব সাইটের মাধ্যমে। 

বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বর্তমানে বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ চলমান রয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে আপনি আবেদন কার্য সম্পূর্ণ করতে পারেন ১৮ ও ২৪ তারিখের মধ্যে। কেননা উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ্য আবেদনের সর্বশেষ তারিখ ১৮ ও ২৪ আগস্ট ২০২৩। 

উক্ত সার্কুলারে উল্লেখ রয়েছে মোট ২০ পদে ৪৯ জন নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। উল্লেখিত পদ গুলোতে শুধুমাত্র পুরুষকর্মীরা আবেদন করতে পারবেন যেকোনো জেলা থেকে। উক্ত পদ গুলোতে চাকরির সুযোগ পেয়ে গেলে আনুমানিক মাসিক বেতন হিসেবে ভোগ করতে পারবেন ৪৫ থেকে ৬৫ হাজার টাকা। 

আপনি চাইলে এখনই আবেদন করতে পারেন উক্ত বিজ্ঞপ্তিতে। এর জন্য মনোযোগ সহকারে পড়ুন নিচের অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং আবেদন করুন নির্ধারিত সময়সীমার মধ্যে। আর হ্যাঁ, আবেদন ফরম সংগ্রহ করতে হলে এখনই ক্লিক করুন (আবেদন ফরম ডাউনলোড) এই লিংকে।

বোয়েসেল চাকরির আবেদন ফরম পূরণ করার নিয়ম

বোয়েসেল কি বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়বলি জানার পরবর্তীতেও অনেকেই প্রশ্ন করে থাকেন– বোয়েসেল চাকরির আবেদন ফরম পূরণ করার সঠিক নিয়ম কি! মূলত আপনি অন্যান্য চাকরিতে অনলাইনের মাধ্যমে যে নিয়মগুলো অনুসরণ করে চাকরির আবেদন ফরম পূরণ করে থাকেন ঠিক একইভাবে বোয়েসেল চাকরির আবেদন ফরম পূরণ করতে হবে তাদের সার্কুলারের উল্লেখ ও নিয়ম নীতি মেনে চলে। 

তবুও বোঝার সুবিধার্থে আমরা ধারাবাহিকভাবে বোয়েসেল চাকরির আবেদন ফরম পূরণ করার নিয়ম তুলে ধরছি। যথা:-

✓ সবার আগে ভিজিট করুন http://www.boesl.gov.bd ওয়েবসাইট

✓চাকরির আবেদন পিডিএফ (PDF) সংগ্রহ করুন নোটিশ বোর্ড থেকে।

✓ চাকরির আবেদন ফরম পূরণ করুন সঠিক তথ্য দিয়ে 

✓ চাকরির আবেদন ফি দিন ব্যাংক ড্রাফটেরম মাধ্যমে।

সবার শেষে, আপনার চাকরির আবেদন ফরম পাঠিয়ে দিন বোয়েসেল এর ঠিকানায়। ব্যাস এটুকুই। 

পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, বোয়েসেল কি? বোয়েসেল ও বোয়েসেল নিয়োগ সম্পর্কে A টু Z সম্পর্কিত আলোচনার ইতি টানছি এখানেই। আশা করি আপনাদের কাঙ্খিত প্রশ্নের সকল সমাধান পেয়েছেন আমাদের এই আলোচনার মাধ্যমে। 

তবুও যদি কোন প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *