দ্রুত চাকরি পাওয়ার উপায় (পরিক্ষিত টিপস)
দ্রুত চাকরি পাওয়ার উপায় সম্পর্কে জানতে প্রত্যেকেই আগ্রহী। কেননা বেকারত্ব মানুষের জীবনে অভিশাপ স্বরূপ। আর তাই সবাই চায় দ্রুত চাকরি পেতে। সুষ্ঠু সুন্দর এবং দারিদ্র্যমুক্ত জীবনের আশায়, মানুষ লেখাপড়া শেষ করে যেকোন একটি চাকরি পাওয়ার চেষ্টা চালায়। কিন্তু আমাদের মাঝে এমন অনেকই রয়েছেন, যারা পড়াশোনা কমপ্লিট করার পরেও বেকার জীবন অতিবাহিত করছেন, ভুগছেন অর্থনৈতিক অনটনে।
আর এর অন্যতম কারণ হচ্ছে, আত্মবিশ্বাসের অভাব এবং চাকরির বাজার সম্পর্কে সঠিক ধারণা না থাকা। আমরা মূলত আজকের আর্টিকেলে আলোচনা করতে চলেছি বাংলাদেশে দ্রুত চাকরি পাওয়ার উপায় কি সে সম্পর্কে। তাই আপনারা যাড়া এ নিয়ে জানতে আগ্রহী তারা অবশ্যই সম্পূর্ণ আর্টিকেল করবেন। পাশাপাশি আরো পড়তে পারেন: সাম্প্রতিক চাকরির বাজার এবং এর বাস্তবতা সম্পর্কে।
আরো পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে (চাকরি টিপস)
দ্রুত চাকরি পাওয়ার উপায়
দ্রুত চাকরি পাওয়ার উপায় হচ্ছে– চাকরি পাওয়ার প্রবল ইচ্ছা এবং সেইসাথে চাকরির জন্য নিজেকে যোগ্য করে তোলা। আমাদের মাঝে এখন 99 শতাংশ মানুষের ধারণা এটাই যে, পড়াশোনা শেষ করেও বেকার জীবন কাটাতে হবে। বর্তমান চাকরির বাজারে টাকা না হলে একেবারেই চাকরি পাওয়া সম্ভব নয়।
তবে যারা এমন আকাশ কুসুম চিন্তা করেন এবং চাকরিকে এত চাপ মনে করেন, আমার মতে কোন তো তারাই বেকার জীবন অতিবাহিত করছেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে— আপনি যদি কোন চাকরির জন্য নিজেকে যোগ্য হিসেবে তুলে ধরেন এবং মানসিকভাবে প্রস্তুত থাকেন পরবর্তীতে সেই কাজের সুযোগের ওপর এপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার জন্য সেই চাকরিটি হবে।
এখন অনেকেই হয়তো বলতে পারেন, আমি এ পর্যন্ত অনেক অনেক চাকরির এপ্লাই করেছি এবং যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছি। কিন্তু আমার কেন চাকরি হচ্ছে না?
দেখুন হয়তো সাময়িক সময়ের জন্য আপনার এই বিফলতা। আপনি যদি একটু সচেতন হন এবং পরবর্তীতে চেষ্টা করেন তাহলে অবশ্যই সফল হবেন। আর তাই চাকরির চিন্তায় কাতর হওয়ার কোন কারণ নেই। মনে রাখবেন মানসিক চাপ স্বাস্থ্যের জন্য হানিকারক।
সুতরাং দ্রুত চাকরি পেতে আপনি—
প্রথমত: নিজের ইচ্ছাশক্তি দৃঢ় করুন
দ্বিতীয়ত: নিজের যোগ্যতা অর্জন করুন
তৃতীয়ত: নেতিবাচক ধ্যান-ধারণা পরিত্যাগ করুন
চতুর্থত: মানসিকভাবে প্রস্তুত থাকুন
পঞ্চমত: আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করুন।
ব্যাস এই কয়টি ধাপ অনুসরণ করলে আপনি অবশ্যই দ্রুত চাকরি পাবেন। আশা করছি দ্রুত চাকরি পাওয়ার সহজেই উপায়টি আপনাদের কাজে আসবে।
চাকরি পাওয়ার মন্ত্র
আপনি যদি গুগলে এই মুহূর্তে চাকরি পাওয়ার মন্ত্র লিখে সার্চ করেন তাহলে বেশকিছু জ্যোতিষ মঞ্চ সংগ্রহ করতে পারবেন। যেমন ধরুন— শনিবার শনি পুজোর সময় ‘ওম শং শনৈশ্চরায় নমঃ’ মন্ত্রের ১০৮ বার জপ করে। এর ফলে না কি রাশিতে উপস্থিত সমস্ত বাধা দূর হয় ও তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়।
তবে সত্যি বলতে এগুলো মানুষের একেবারেই ভ্রান্ত ধারণা। চাকরি পাওয়ার কখনোই কোন মন্ত্র থাকতে পারে না। কেননা একটি প্রতিষ্ঠান আপনাকে কোন অশরীরী শক্তির জন্য চাকরি দেবে এমনটা নয় বা আপনি তন্ত্র মন্ত্র পড়তে পারছেন এর জন্যও নয়। আর তাই এ ধরনের কুসংস্কার থেকে দূরে থাকুন।
হ্যাঁ আপনি চাইলে আপনার জীবনের পরিবর্তনের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারে। আর প্রার্থনার পাশাপাশি অবশ্যই আপনাকে চাকরির জন্য উপযুক্ত হিসেবে তৈরি করতে হবে। আপনি সারাদিন রাত চাকরি পাওয়ার মন্ত্র পড়ছেন কিন্তু চাকরি পাওয়ার জন্য বাস্তবে যেগুলো করা উচিত সেগুলো করছেন না। তাহলে আপনার সারা জীবনেও কপালে চাকরি জুটবে না।
সুতরাং এই ধরনের মন্ত্র কখনো চাকরি পাওয়ার মন্ত্র হতে পারে না। তবে আমার মতে চাকরি পাওয়ার মূল মন্ত্র হচ্ছে— কঠোর মনোবল এবং যোগ্যতা। কেননা বর্তমানে আমরা মূলত একবার চাকরিতে আবেদন করার পরবর্তীতে চাকরি না হওয়ার সঙ্গে সঙ্গে মনোবল হারিয়ে ফেলি। কান কথায় এটাও বিশ্বাস করি যে, আজকাল টাকা না হলে চাকরি হয়ই না। আর আপনি যদি এগুলো উপেক্ষা করতে চান তাহলে অবশ্যই আপনার কঠোর মনোবল ধারণ করতে হবে।
পাশাপাশি নিজের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করতে হবে। বেশ কিছু না শুধু তাদের কথা চিন্তা করুন, যাদের সঙ্গে আপনি আপনার লাইফে প্রথমবার চাকরির জন্য আবেদন করেছিলেন এবং যারা ইতোমধ্যে চাকরি পেয়ে গেছে। আপনার কথা অনুযায়ী না হয় এটা ধরতে পারেন যে যাদের যাদের চাকরি হয়েছে তাদের বেশিরভাগ টাকা দেওয়ার মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে। কিন্তু তাদের মধ্যে একজন হলেও টাকা ছাড়া চাকরিতে জয়েন করেছে।
মনে করুন, আপনি সেই একজনের মতোই আপনার জীবনে একটা চাকরি পাবেন। মূল কথা সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করুন, নেতিবাচক চিন্তা পরিহার করুন। আশা করা যায় চাকরি পাওয়ার আপনার এই মূল মন্ত্র বেশ কাজে আসবে।
দ্রুত চাকরি পাওয়ার আমল ও দোয়া
ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মানুষরা সাধারণত দ্রুত চাকরি পাওয়ার দোয়া এবং আমল সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে থাকেন। কেননা এই নিয়ে কোরআন ও হাদিসে কিছু আমল পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে। আর সেটি হচ্ছে:-
তবে হ্যাঁ, এই দোয়াটি পাঠ করার পাশাপাশি আপনি যদি প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত ‘ইয়া ওয়াহ্হাব’ পাঠ করেন তাহলেও উপকৃত হবেন। এখানে মূলত ‘‘ওয়াহ্হাব’’ হচ্ছে আল্লাহতালার মহিমান্বিত নামসমূহের একটি। অর্থ হলো— ”সর্বদাতা” অর্থাৎ ”যিনি সকিছু দান করেন”
আর তাই যদি আমরা নিজেদের নিয়ত ঠিক রেখে এই দোয়া পাঠ করি এবং নিজেদের চেষ্টা চালিয়ে যাই তাহলে অবশ্যই দ্রুত চাকরি পাওয়া সম্ভব হবে। চাকরি পাওয়ার জন্য মূলত আপনার প্রথমত কিছু বিষয় চিহ্নিত করা উচিত। সেগুলো হচ্ছে–
✓ আপনি কোন ধরনের প্রতিষ্ঠানের চাকরি করতে চান সেটা নির্বাচন করা
✓ চাকরির পদ অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা
✓ চাকরিতে আবেদনের পূর্বে সুন্দর একটা সিভিক সাজিয়ে গুছিয়ে রাখা
✓ আবেদনের পূর্বে প্রতিষ্ঠানের সকল শর্তাবলী ও নিয়মাবলী অনুসরণ করা
✓ অতিরিক্ত নার্ভাস না হয়ে আপনি যা জানেন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকা এবং নিজের সাধ্যমত দক্ষতা বাড়ানোর চেষ্টা করা
✓ ধীরস্থির মনোভাব নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা
মনে রাখবেন, ভাগে থাকলে এবং চেষ্টা জোরে আপনার প্রথমবারে চাকরি হতে পারে আবার আপনার মাঝে যদি কোন কমতি থেকে থাকে তাহলে চাকরির জন্য অনেকটা সময়ও লাগতে পারে। তাই ব্যর্থ হলে ভেঙে না পড়ে পুনরায় উঠে দাঁড়ান এবং চেষ্টা চালিয়ে যান। আশা করা যায় আপনিও দ্রুত চাকরি লাভ করতে পারবেন এবং সুস্থ ও সুন্দরভাবে একটি জীবন অতিবাহিত করবেন।
পরিশেষে: তো তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, আমাদের আজকের আলোচনা করব এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে নিয়মিত আমাদের পোস্টের নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।
3 Comments