নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ( চাকরির ক্ষেত্রে যা বলা দরকার)

নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় বলতে পারা খুব একটা কঠিন কাজ নয়। তবে সেটা যদি হয় চাকরির ভাইবা পরীক্ষা তাহলে নিশ্চয়ই সঠিক কিছু বিষয় ভেবে নিজের সম্পর্কে উপস্থাপন করা জরুরী। 

কেননা ভাইবা পরীক্ষাতে যখন চাকরি পার্থীকে বলা হয় নিজের সম্পর্কে দশটি বাক্য বলুন, ঠিক তখন ওই প্রার্থীর জন্য সেটা সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়ায় নিজেকে তাদের সামনে ভালোভাবে উপস্থাপন করার এবং নিজের সম্পর্কে ইম্পর্টেন্ট বিষয়গুলো তাদেরকে জানানোর। 

তাছাড়াও বলতে পারেন, ওই উপস্থাপনের মাধ্যমে তারা আরও জানতে পারে তারা যাকে নির্বাচন করবে সে কতটা আত্মবিশ্বাসী এবং কতটা স্মার্ট। তাই আজকের এই প্রবন্ধে আমরা এমন কয়েকটি বাক্য আপনাদের জন্য সাজিয়েছি যারা যেকোনো চাকরির পরীক্ষার সময় নিজের সম্পর্কে বলতে পারবেন। তাহলে আসুন তা জেনে নেই। 

আরও দেখুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য ইংরেজিতে

নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায়

  • ১. আমার নাম মোছা: সেতু খাতুন।
  • ২. আমি রাজশাহী জেলা থেকে এসেছি এবং বর্তমানে আমি পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটিতে। 
  • ৩. আমার পরিবারের একমাত্র সন্তান আমি, আমার ফ্যামিলিতে রয়েছেন আমার  বাবা-মা।
  • ৪. বর্তমানে আমি পড়াশোনার পাশাপাশি চাকরি করতে ভীষণভাবে ইচ্ছুক।
  • ৫. ইতোমধ্যে আমি অনলাইন সেক্টরে দীর্ঘদিন যাবত কাজ করেছি। 
  • ৬. আমার প্যাশন ব্লগিং এবং এই সেক্টরে আমি সফল
  • ৭. তবে আমি ভীষণভাবে সরকারি কোনো প্রতিষ্ঠানে একজন চাকরিজীবী হিসেবে অবস্থান করতে চাই।
  • ৮. আমি মনে করি আপনাদের কোম্পানির হয়ে আমি বেশ ভালোভাবে কাজ করতে পারব। 
  • ৯. কেননা আমার অনলাইন মার্কেটিং নিয়ে অভিজ্ঞতা রয়েছে এবং আমি কম্পিউটারে কাজ করতে অধিক বেশি স্বাচ্ছন্দ বোধ করি। 
  • ১০. আশা করি আমার এডুকেশন কোয়ালিফিকেশন এবং অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আপনারা আমাকে সিলেক্ট করবেন এবং আপনাদের কোম্পানির জন্য কিছু করার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।

আরও পড়ুনঃ একসাথে একাধিক চাকরির প্রস্তুতি নেওয়ার টিপস

সহজ ভাষায় নিজের সম্পর্কে ১০ টি বাক্য

আমরা এপর্যন্ত যে বাক্যগুলো আপনাদেরকে সাজেস্ট করেছি এটা মূলত চাকরির পরীক্ষায় ভাইবা দেওয়ার ক্ষেত্রে। তবে হ্যাঁ আপনি আপনার পছন্দসই যেকোন বিষয়বস্তু যোগ করতে পারেন। তবে এ পর্যায়ে আমরা সহজ ভাষায় নিজের সম্পর্কে দশটি বাক্য সাজেস্ট করব যেগুলো আপনি যেকোনো মুহূর্তে কারো সাথে পরিচয় হওয়ার সময় বলতে পারবেন। যথা:-

  • ১. আসসালামু আলাইকুম, আমার নাম রাসেল
  • ২. আপনাদের সাথে আবারো দেখা হয়ে আমি অনেক বেশি আনন্দিত।
  • ৩. সেই সাথে আমি অভিভূত যে আপনারা আমার সম্পর্কে জানতে চান!
  • ৪. আমি মূলত এই মুহূর্তে একটা ছোট খাটো ব্যবসা করছি
  • ৫. আমার একটা খামারবাড়ি রয়েছে
  • ৬. ছোটবেলা থেকে আমি পশুপাখি বেশ ভালোবাসি
  • ৭. আমার স্বপ্ন আমি যেন আমার খামারবাড়ি কে আরো অনেক বেশি বড় করতে পারি
  • ৮. এখনো পর্যন্ত আমি খামারের পশু পাখির যত্ন নিজেই নেই। 
  • ৯. আর হ্যাঁ আমার ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে।
  • ১০. আর আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে দার্জিলিং।

আরও পড়ুনঃ চাকরির পরীক্ষায় গণিতে ভালো করার উপায় (সেরা পরামর্শ)

পরিশেষে: আসলে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ব্যক্তিত্ব রয়েছে। আর তাই নিজের সম্পর্কে বলার অঙ্গভঙ্গি অবশ্যই আলাদা হবে। তবে আলোচনার শেষ পর্যায়ে শুধু আমরা এটা সাজেস্ট করবো আপনাদেরকে, আপনি যখন নিজের সম্পর্কে বলতে যাবেন তখন আপনি সময় জায়গা পরিস্থিতি বুঝে কথা। 

কেননা আপনি যদি একজন শিক্ষক হিসেবে ক্লাসে নিজের সম্পর্কে কিছু বলতে যান তাহলে সেটার বর্ণনা একরকম হবে অন্যদিকে যখন আপনি চাকরির ভাইবা পরীক্ষা দিতে গিয়ে আপনার নিজের সম্পর্কে বলবেন তখন আপনার বলার বিষয়বস্তু হবে অনেকটাই ভিন্ন রকম। 

এটা মূলত সম্পূর্ণই আপনার পার্সোনালিটির উপর নির্ভর করবে। তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারো নতুন কোন আলোচনায় আপনাদের সাথে দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ।

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *