চাকরির পরীক্ষায় গণিতে ভালো করার উপায়

চাকরির পরীক্ষায় গণিতে ভালো করার উপায় (সেরা পরামর্শ)

চাকরির পরীক্ষাগুলোর প্রশ্ন কাঠামোতে উল্লেখযোগ্য অংশ জুড়ে থাকে গণিত। আর তাই চাকরিপ্রার্থীদের মনে গণিত নিয়ে থাকে সংশয়। অনেকের  চাকরির পরীক্ষায় অন্যান্য সাবজেক্টে ভালো মার্ক আসলেও গণিতে আসে ফেল।

আর তাই চাকরির পরীক্ষায় গণিতে ভালো করার উপায় সম্পর্কে জানাবো আমাদের আজকের প্রবন্ধে। তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, আপনি কি একজন চাকরিপ্রার্থী? জানতে আগ্রহী যে, কিভাবে চাকরির পরীক্ষা গনিত ভালো করা যায়! যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের আজকের প্রবন্ধটি মনোযোগ সহকারে পূরণ।

আরো পড়ুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ভালো

 চাকরির পরীক্ষায় গণিতে ভালো করার উপায়

চাকরিপ্রার্থীদের চাকরি পরীক্ষায় সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে গণিত। সত্যি বলতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী যেমন গণিতের কথা শুনলে ভয় পায়, ঠিক একইভাবে চাকরিপ্রার্থীদের অবস্থাটাও বেশ শোচনীয় বলা যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ভীতিকর বিষয়কে খুব ভালো ভাবে অনেক সহজেই আয়ত্ত করা সম্ভব।

কেননা গণিত যতটা ভয়ের ঠিক ততটাই সহজ। কিন্তু নিয়মিত চর্চার অভাবে মূলত গণিত নিয়ে মানুষের মনে ভ্রান্ত ধারণা তৈরি হয় এবং এই অংশটাকে বেশ কঠিন ও জটিল মনে হতে থাকে। কিন্তু আপনি কি জানেন, শুধুমাত্র কয়েকটি টিপস অনুসরণ করলেই আপনি গণিতে ভালো মার্ক আনতে পারবেন!

অনেকের কাছে এ বিষয়টা আশ্চর্যের মনে হলেও এটাই সত্যি। কেননা চাকরির পরীক্ষায় বা বিসিএস পরীক্ষায় যদি গণিতে ভালো মার্ক পেতে চান তাহলে আপনাকে অবশ্যই নিচে দেওয়া ইনস্ট্রাকশন মেনে পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে। তাহলে আসুন ধারাবাহিকভাবে জেনে নেই, চাকরির পরীক্ষায় গণিতে আপনি কি কি টেকনিক খাটিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন।

চাকরির পরীক্ষায় গণিতে ভালো করার টেকনিক

চাকরি পরীক্ষায় গণিতে ভালো করার জন্য সর্বপ্রথম আমরা আপনাদেরকে পরামর্শ দেবো বেসিক অর্থাৎ মৌলিক জ্ঞান অর্জন করবার এবং দ্বিতীয়ত পরামর্শ দেবো, বেশি বেশি অনুশীলন করার। তাছাড়াও ধারাবাহিকভাবে আপনি যা যা করবেন সেগুলো হচ্ছে:-

  • ক্লাস এইট থেকে শুরু করে টেন পর্যন্ত যে সাধারণ গণিত বই রয়েছে তা পুরোপুরি আয়ত্ত করবেন।
  • সব সময় সুদকষা, লাভ ক্ষতি, শতকরা বর্গমূল এবং উৎপাদক, সূচক, ধারা, সেট এই অধ্যায়ের দিকে অধিক বেশি নজর দেবেন।
  • একদিনে অনেক বেশি না পড়ে দিনে দিনে অল্প অল্প করে অংক করবেন।
  • গণিতের জন্য আলাদা সময় সীমা নির্ধারণ করবেন
  • সব সময় চেষ্টা করবেন শর্টকাটে অংক করার
  • অনলাইন ক্লাসের সহযোগিতা গ্রহণ করতে পারেন
  • গণিতে অতিরিক্ত দুর্বল হলে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করবেন
  • বিগত বছরের প্রশ্নগুলো বারবার revice করবেন
  • সব সময় তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় চিন্তা করবেন এবং গণিতকে সম্পূর্ণ ইজি ভাবে নেবেন
  • নিজের আত্মবিশ্বাস গড়ে তুলবেন, পাশাপাশি চেষ্টা করবেন নিজের সবটা দিয়ে।

আশা করা যায় এই টিপসগুলো চাকরির পরীক্ষায় গণিতে ভালো করার জন্য বেশ কাজে আসবে। মনে রাখবেন,  আপনি যদি একটা বিষয় বারবার পড়েন, কোন কিছু বারবার করতে থাকেন তাহলে অবশ্যই সেটা আপনার ব্রেন ভালোভাবে স্ক্র্যাপ করবে। তাই আপনি চাকরির পরীক্ষাতেও ভালোভাবে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ।

যে কোন চাকরির পরীক্ষায় গণিতে ভালো করার কৌশল

আমাদের মাঝে কিছু মানুষ রয়েছে যাদের গণিত নিয়ে ফোবিয়া কাজ করে। আর এটাই হচ্ছে গণিতে খারাপ করার একটা অন্যতম কারণ। এজন্য আপনি যে কোন চাকরির পরীক্ষায় বা একাডেমিক পরীক্ষায় যদি গণিতে ভালো মার্ক পেতে চান সেক্ষেত্রে সবচেয়ে সহজ তিনটি উপায় অবলম্বন করবেন।

আরো পড়ুনঃ চাকরির পরীক্ষায় ইংরেজিতে ভালো করার উপায়

নাম্বার ১.

শুরু থেকে প্রস্তুতি নিবেন। গণিতকে মুখস্থ করার চিন্তা না করে বরং বুঝে করার চিন্তা করবেন। চেষ্টা করবেন ছোটবেলা থেকে গণিত বিষয়টিকে ভালোভাবে বুঝবার। কেননা ছোটবেলার ছোট থাকেই বড়বেলায় বড় হয়ে ধরা দিতে পারে। 

নাম্বার ২

কখনো না বোঝা জিনিস স্কিপ করবেন না। কোন অংক বা জ্যামিতি বুঝতে পারছেন না, বারবার ভুল হচ্ছে বিরক্ত হচ্ছেন তাই সেটা স্কিপ করে সঠিক টা না জেনে অন্যায় অধ্যায় চলে গেলেন। মনে রাখবেন এটা সেসময়ের জন্য আপনাকে কোন প্যারা না দিলেও পরবর্তীতে দেবে। 

তাই সবসময় চেষ্টা করবেন কোন অংক বা যে আমি তি না বুঝলে সেটা যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছেন ততক্ষণ পর্যন্ত ছেলে না দেওয়া। মনে রাখবেন এমন কিছু নেই যেটা মানুষ পারেনা। আপনার কোন অধ্যায় সমস্যা হচ্ছে তাহলে এখনই শিক্ষকের সাহায্য নিন অথবা বাড়িতে বড় ভাই বোন মা-বাবার সহযোগিতা গ্রহণ করুন। ব্যাস আপনার সমাধান অবশ্যই মিলবে।

নাম্বার ৩

একদিনের সবকিছু কমপ্লিট করার চেষ্টা করবেন না। আমাদের মাঝে কেউ কেউ রয়েছেন যারা এমন টার্গেট করেন যে অংকে ভালো করব এবং এই এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে পুরো বই কমপ্লিট করে ফেলব। কিন্তু সত্যি বলতে আপনি এমনটা করলে ভবিষ্যতে সেটা আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে।

আপনি যদি বুঝে অংক না করেন শুধুমাত্র মুখস্ত বা ফাঁকি দিয়ে অংক করেন তাহলে অবশ্যই আপনার সে সকল অধ্যায়ে পারদর্শী হয়ে ওঠা সম্ভব হবে না। তাই চেষ্টা করবেন বুঝে অংক করার এবং ধারাবাহিকভাবে অংক শেখার। পাশাপাশি খুব অল্প পরিমাণে ফোন অথবা ক্যালকুলেটর ব্যবহার করবেন। 

মনে রাখবেন– চাকরির পরীক্ষায় আপনি কখনোই ক্যালকুলেটর ব্যবহার করতে পারছেন না তাই ভবিষ্যতে চাকরি করতে চাইলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে এবং নতুন নতুন ইউনিক কিছু খুঁজে বের করতে হবে যেটা আপনাকে সহজে সমাধান দেবে গণিতের।

তাই চাকরি পরীক্ষায় গণিতে ভালো করতে চাইলে

  • নির্দিষ্ট প্ল্যান্মাফিক চলুন
  • ধারাবাহিকভাবে অংক করুন
  • প্রয়োজন হলে গ্রুপ স্টাডি করুন
  • নতুন কোন সমস্যায় পড়লে ইউটিউব এর সাহায্য নেন
  • প্রতিদিন প্র্যাকটিস করুন
  • নতুন নতুন টেকনিক খুঁজে বের করুন সহজে গণিত করার
  • গণিত নিয়ে টেনশন কমিয়ে দিন
  • বিগত বছরের প্রশ্নগুলো সল্ভ করার চেষ্টা করুন
  • গাদা গাদা নোট বুক কেনা থেকে বিরত থাকুন

গণিত সমাধানের সেরা মোবাইল অ্যাপ

চাকরির পরীক্ষায় গণিতে ভালো করার কৌশল বা উভয় সম্পর্কে আমরা ইতিমধ্যে জানিয়েছি। তবে এ পর্যায়ে গণিতে যেকোনো সমস্যার সমাধানের জন্য আমরা কিছু বাছাইকৃত মোবাইল অ্যাপস সাজেস্ট করব। কেননা আপনি চাইলেই এই অ্যাপসগুলোর মাধ্যমে যে কোন প্রবলেম সলভ করতে পারবেন গণিত সাবজেক্টের। তাহলে আসুন জেনে নেই গণিত সমাধানের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস গুলোর নাম।

  • Photomath
  • Microsoft Math Solver
  •  All Math formula
  • MalMath: Step by step solver
  • MalMath: Step by step solver

গণিতের সমস্যা সমাধানে ওয়েবসাইট

আপনি চাইলে মোবাইল অ্যাপস এর পাশাপাশি আপনি নিচের ওয়েবসাইট থেকেও গনিতের যেকোনো সমস্যার সমাধান খুজে বের করতে পারবেন। যথাঃ- 

পরিশেষেঃ সত্যি বলতে যে কোন বিষয়ে ভালো করতে চাইলে পড়ার কোন বিকল্প নেই। আপনাকে বারবার পড়তে হবে বারবার লিখতে হবে এবং জানতে হবে বেসিক সবকিছু। তো পাঠক বন্ধুরা আমাদের আজকের চাকরি পরীক্ষায় গণিতে ভালো করার উপায় সম্পর্কিত প্রবন্ধের এখানেই ইতি টানছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Similar Posts