আনসার ভিডিপি সাধারণ জ্ঞান

আনসার ভিডিপি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান

আনসার ভিডিপি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান সম্পর্কে সেই সকল ইউজাররা জানার আগ্রহ প্রকাশ করেন, যারা আনসার ভিডিপিতে চাকরি করতে ইচ্ছুক। কেননা বর্তমানে সরকারি চাকরি গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় এবং সুপরিচিত একটি চাকরি এটি।

তাছাড়াও দেশের সেবা ও জননিরাপত্তার অংশ হিসেবে যোগদানের ইচ্ছা অনেকের মধ্যেই বিরাজ করে। তাই স্বাভাবিকভাবেই আনসার ভিডিপিতে চাকরির আবেদন করে থাকে অসংখ্য প্রার্থীরা। আর সেই সকল শূন্য পদসমূহে আবেদনের পরবর্তীতে মৌখিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অনেকেরই আনসার ভিডিপি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান সম্পর্কে জানার প্রয়োজন পড়ে।

তাই আজকের এই আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে আনসার ভিডিপি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি  সম্পর্কে এ টু জেড জানাব। তো বন্ধুরা তাহলে আসুন আমাদের মূল আলোচনা পর্ব শুরু করা যাক।

আনসার ভিডিপি সাধারণ জ্ঞান প্রশ্ন

আনসার ভিডিপি তে চাকরি করতে আগ্রহী প্রার্থীরা সচরাচর একটি প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে– আমি কি সাধারণ আনসার এ চাকরি করতে পারব? সাধারণ আনসারে নিয়োগ পরীক্ষায় সাধারণ জ্ঞানের জন্য কি কি বিষয়বস্তু সম্পর্কে জানা জরুরী! এই চাকরির পরীক্ষায় কিভাবে লিখিত ও মৌখিক পরীক্ষায় ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব? 

সত্যি বলতে এমন প্রশ্ন প্রার্থীদের মনে আশা স্বাভাবিক। আর তাছাড়াও আমরা যারা চাকরিপ্রার্থী তারা এটা সবাই খুব ভালোভাবে জানে, চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিগত বছরের কোশ্চেনগুলো অনুসরণ করা খুবই জরুরী। এতে করে আমরা ধারণা পেতে পারি যে চাকরি পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে! 

আমরা মূলত আর্টিকেলে বিগত বছরের কিছু প্রশ্ন ও তার সমাধান আপনাদেরকে সাজেস্ট করব। তবে তার আগে ধারাবাহিকভাবে আনসার ভিডিপি নিয়ে সাধারণ যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবেই অডিয়েন্সদের মনে এসে থাকে সে সম্পর্কে আসুন বিস্তারিত আলোচনা করা যাক। 

আনসার মানে কি?

আনসার শব্দের অর্থ সাহায্যকারী। মূলত এক্ষেত্রে আনসারের সঠিক শব্দার্থ গ্রাম প্রতিরক্ষা বাহিনী। যাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য নিরলস ভাবে কাজ করে যাওয়া। এরা মূলত বিশেষভাবে গ্রাম এবং শহরাঞ্চলে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিতকরণে মূল দায়িত্ব পালন করে থাকে

আনসার ভিডিপি মানে কি | আনসার ভিডিপির কাজ

আনসার ভিডিপি মানে হল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। যারা নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনের উদ্দেশ্যে নিযুক্ত হয়ে থাকেন। মূলত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন আনসার পদে অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হয়হার হামেশাই। কেননা দেশের নিরাপত্তার জন্য এই বাহিনী সর্বদা সচেষ্ট থাকে। একজন আনসার বাহিনীতে কর্মরত কর্মীর অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য গুলো হলো:-

  • জননিরাপত্তা নিশ্চিত এ নিরলস ভাবে কাজ করে যাওয়া
  • সরকার বা সরকারের অধীন কতৃপক্ষকে জননিরাপত্তার কাজে সহায়তা প্রদান করা
  • অন্য যে কোন নিরাপত্তা মূলক কাজে অংশগ্রহণ করা
  • দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে সচেষ্ট থাকা
  • দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ ভূমিকা রাখা সহ প্রভৃতি।

তবে আরেকটু ভিন্নভাবে বললেই বলা যায়: সরকারের নির্দেশে উপরে উল্লেখিত বিধানের সামগ্রিকতাকে ক্ষুন্ন না করে নৌবাহিনীর, স্থলবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী সহ বাংলাদেশ রাইফেলস এর কাজে নিজেদেরকে নিযুক্ত রাখা। 

অন্যদিকে গ্রাম প্রতিরক্ষা দলের অর্থাৎ আনসার ভিডিপির প্রধান দায়িত্ব ও কর্তব্য গুলো হলো:-

  • স্বেচ্ছাসেবার কাজ করা
  • সরকার কর্তৃক কিছু কিছু সময় নির্ধারিত দায়িত্ব গুলো পালন করা
  • সামাজিক উন্নয়নে কাজ করা
  • আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা মূলক কাজে সহায়তা প্রধান
  • দেশের আর্থ্র সামাজিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখা
  • সরকার কর্তৃক প্রণীত নীতিমালা, প্রদত্ত নির্দেশ ও আরোপিত শর্তসাপেক্ষে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যগণ অস্ত্র ও গোলাবারুদ বহন এবং তার সঠিক প্রয়োগ। 

মূলত আনসার/ভিডিপির মূল লক্ষ্য হচ্ছে জনোনিরাপত্তা নিশ্চিত করা। 

আরও পড়ুনঃ দ্রুত চাকরি পাওয়ার উপায় (পরিক্ষিত টিপস)

আনসার ও ভিডিপি কত সালে প্রতিষ্ঠিত হয়?

আনসার ও ভিডিপি প্রতিষ্ঠিত হওয়ার সময় সীমা ভিন্ন। আনসার এর প্রতিষ্ঠা সময় হলো– ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি। অন্যদিকে ভিডিপি এর প্রতিষ্ঠা সাল– ১৯৭৬ সালের ৫ই জানুয়ারি। 

বাংলাদেশ আনসার এর স্লোগান কি?

আনসার ভিডিপি স্লোগান কি? কখনো কখনো চাকরির পরীক্ষাতেও এসে থাকে এমন প্রশ্ন। তাছাড়াও আগ্রহী চাকরিপ্রার্থীরাও মূলত এটা জানার আগ্রহ প্রকাশ করেন। এ সম্পর্কে জানা যায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদ অনুযায়ী একটি ‘শৃঙ্খলা বাহিনী’ হিসাবে গঠিত ও পরিচালিত হয় এবং এ বাহিনীর স্লোগান হিসেবে সে সময় বের করা হয় “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা।” যা আনসার ভিডিপি এর স্লোগান হিসেবে পরিচালিত ও পরিলক্ষিত। 

আনসার ভিডিপি প্রতিষ্ঠা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা

কিছু কিছু মানুষের প্রশ্ন আনসার ভিডিপি এই দুইটা কি একই জিনিস নাকি এদের মধ্যে ভিন্নতা রয়েছে? আপনি যদি ইতোমধ্যে এ পর্যন্ত আমাদের এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে থাকেন আশা করি নিশ্চয়ই এটার সঠিক উত্তর পেয়ে যাবেন। তবে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য আমরা আলোচনার এ পর্যায়ে আনসার ভিডিপি প্রতিষ্ঠা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। 

বাংলাদেশ আনসার ও ভিডিপি মূলত একটি বাংলাদেশী আধা সামরিক বাহিনী। যাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জন নিরাপত্তা রক্ষার্থে কাজ করে যাওয়া। প্রায় ৯৫ হাজার সাধারণ আনসার, ১৮ হাজার ব্যাটেলিয়ান আনসার এবং আনুমানিক ৫৮ লক্ষ ৪০ হাজার ভিডিপি সন্দেশ নিয়ে এই আনসার বাহিনী গঠিত। 

এই প্রতিষ্ঠানের ধরন অভ্যন্তরীণ নিরাপত্তা, আইন প্রয়োগ এবং আধা সামরিক বাহিনী। যার গ্যারিশন অর্থাৎ সদর দপ্তর। নীতিবাক্য শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা। এই প্রতিষ্ঠানের কর্মরত বাহিনীর জন্য সরঞ্জামাদি হলো– টাইপ-৫৬ এস এম জি, টাইপ-৫৬ লাইট মেশিনগান, এম-২ ভারি মেশিনগান, টাইপ-৫৬ এসল্ট রাইফেল, ৬০মিঃ মর্টার, টাইপ-৫৬ কার্বাইন, মিলস বোম্ব গ্রেনেড, পাম্প-অ্যাকশন শটগান, এম-৪ শটগান, টাইপ-৫৪ পিস্তল। লি এনফিল্ড রাইফেল (রিটায়ার্ড), থ্রী নট থ্রী (রিটায়ার্ড)। 

আরও পড়ুনঃ চাকরির পরীক্ষায় ইংরেজিতে ভালো করার উপায় (সেরা পরামর্শ)

ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়– ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার বাহিনী প্রতিষ্ঠা লাভ করে এবং তৎকালীন পূর্ববাংলা আইন পরিষদে আনসার এ্যাক্ট অনুমোদিত হলে ১৭ জুন ১৯৪৮ সালে তা কার্যকর হয়।  তখন থেকে এ বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম সাময়িকভাবে ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হতো। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধকালে দেশের সীমান্ত ফাঁড়িগুলোতে আনসারদের প্রতিরক্ষার দায়িত্বে নিয়োজিত করা হয়। 

স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার (মুজিবনগর) এর শপথ গ্রহণ শেষে অস্থায়ী রাষ্ট্রপতিকে আনসার প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর নেতৃত্বে ১২ জন আনসার বাহিনীর সদস্য গার্ড অব অনার প্রদান করে। স্বাধীনতা যুদ্ধকালে আনসার বাহিনীকে বিদ্রোহী আখ্যায়িত করে বিলুপ্ত করা হয়। প্রায় ৪০ হাজার রাইফেল নিয়ে আনসার সদস্যরা স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়। যুদ্ধে আনসার বাহিনীর ৯ জন কর্মকর্তা, ৪ জন কর্মচারী ও ৬৫৭ জন আনসারসহ সর্বমোট ৬৭০ জন শহীদ হন। 

বাহিনীর ১ জন বীর বিক্রম এবং ২ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন।  স্বাধীনতা উত্তরকালে ১৯৭৩ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত ঢাকার অদূরে সাভারে আনসার বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) ও ১৯৮০ সালে শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) সৃষ্টি হয়। পরবর্তী সময়ে এ দুটি বাহিনীই আনসার বাহিনীর সঙ্গে একীভূত হয়। ১৯৭৬ সালে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে জাতীয় আনসার প্রশিক্ষণ কেন্দ্র (এনএটিসি) প্রতিষ্ঠিত হয়। 

১৯৮৩ সালে এর নামকরণ হয় আনসার ট্রেনিং স্কুল। ১৯৮৬ সালে আনসার ট্রেনিং স্কুলকে আনসার একাডেমিতে উন্নীত করা হয়। ১৯৯৫ সালে এর নামকরণ হয় আনসার-ভিডিপি একাডেমি। বাহিনী বর্তমানে পরিচালিত হচ্ছে আনসার বাহিনী আইন-১৯৯৫ এবং ব্যাটালিয়ন আনসার আইন ১৯৯৫- দ্বারা, যা সংসদ কর্তৃক গৃহীত হলে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৫ সালে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এবং ১৬ ফেব্রুয়ারি ১৯৯৫ হতে কার্যকর হয়। এ দুটো আইন অনুসারে সংবিধানের ১৫২ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আনসার বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। 

এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে এখনই ভিজিট করতে পারেন (ক্লিক করুন) এই লিংকে। কেননা আর্টিকেলের এ পর্যায়ে আমরা যে কনসেপ্টটুকু আলোচনা করেছি তার সোর্স হচ্ছে- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট। আর হ্যাঁ- অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি ভিজিটের জন্য ক্লিক করতে পারেন– এখানে

আনসার ভিডিপি নতুন পরিচালক কে?

বাংলাদেশ আনসার ভিডিপি এর মহাপরিচালক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। যে খবরটি ২০২৩ সালের ১৭ জানুয়ারি রোজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। মূলত জেনারেল এ কে এম আমিনুল হকের চাকরির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নাস্ত করা হয়েছে। 

এ সম্পর্কে জানা গেছে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত মেধাবী ও চৌকস কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ইতিমধ্যে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে কর্মরত ছিলেন তা ছাড়াও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার হিসেবে নিযুক্ত ছিলেন বেশ কিছুদিন যাবত। আর তাই আনসার ভিডিপি নতুন পরিচালক হিসেবে স্থান করে নিয়েছেন মেজর এ কে এম আমিনুল হক। 

আনসার ভিডিপি প্রশ্ন ও উত্তর ২০২৩

এবার আসুন আনসার ভিডিপি এ প্রশ্ন ও উত্তর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে হ্যাঁ এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আপনি সরাসরি ক্লিক করতে পারেন ( এই লিংকে )। অথবা সংক্ষেপে আমাদের আর্টিকেলের পরবর্তী স্টেপ গুলো এক নজরে পড়ে ফেলতে পারেন। 

নাম্বার- 1: 

সাধারণ আনসার এ চাকরি করতে চাইলে কি কি যোগ্যতার প্রয়োজন?

উত্তর: সাধারণ আনসার ভিডিপিতে চাকরি করতে চাইলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আরো কিছু যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন। মূলত এই চাকরির জন্য চাকরি প্রার্থীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। মানে আপনার বয়স যদি ১৮ থেকে কম হয় এবং ৩০ এর থেকে বেশি হয়ে থাকে তাহলে আপনি সাধারণ আনসারে নিযুক্ত হতে পারবেন না।

অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অবশ্যই জে এস সি বা সম্মানের পরীক্ষায় পাস থাকতে হবে। অনেকের ধারণা মাধ্যমিক পাশে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করা সম্ভব। তবে যারা এমনটা কল্পনা করেন তাদের ধারণাটি ভুল মূলত আনসার ভিডিপি তে চাকরি করতে হলে আপনাকে জেএসসি পাস হতে হবে। 

যোগ্যতা হিসেবে আরো রয়েছে শারীরিক ফিটনেস। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আবেদনের জন্য শারীরিক যোগ্যতা হতে হবে উচ্চতার দিক থেকে ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি। পাশাপাশি বুকের মাপ ৩০ অথবা ৩২ এর মধ্যে থাকতে হবে দৃষ্টিশক্তি ৬/৬. 

আর হ্যাঁ মনে রাখবেন, এই চাকরির ক্ষেত্রে অধিক উচ্চতা শহীদ পরিবার ক্রীড়া ও সাংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করা হয়। তাই আপনার মধ্যে যদি এই সকল কনসেপ্ট থেকে থাকে তাহলে আপনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপিতে চাকরি করার সুযোগ পাবেন। 

নাম্বার ২.

আমি কি সাধারণ আনসার এ চাকরি করতে পারব?

উত্তর: জ্বি, আপনার মধ্যে যদি উপরে উল্লেখিত যোগ্যতাগুলো থেকে থাকে তাহলে অবশ্যই আনসারের চাকরি করার সুযোগ পাবেন আপনি। 

নাম্বার ৩. 

ভিডিপি শব্দের পূর্ণরূপ কি?

উত্তর: ভিডিপি শব্দের পূর্ণরূপ হলো:- Village Defense Party. 

নাম্বার ৪. 

আনসার ভিডিপি রেঞ্জ কয়টি ও কি কি?

উত্তর: বাংলাদেশ আনসার ভিডিপি একটি সশস্ত্র শাখা, যে শাখাটি বাংলাদেশের স্থানীয় সরকারের অধীনে কার্যরত হয়। মূলত বাংলাদেশ আনসার ভিডিপি এর বিভিন্ন রেঞ্জ রয়েছে যেগুলো সরকারি বিভাগ দ্বারা পরিচালিত। তবে সবচেয়ে পরিচিত ও প্রধান রেঞ্জগুলো হলো:-

১. ঢাকা মেট্রোপলিটন আনসার ভিডিপি রেঞ্জ

২. ঢাকা বিভাগ আনসার ভিডিপি রেঞ্জ

৩. চট্টগ্রাম বিভাগ আনসার ভিডিপি রেঞ্জ

৪. খুলনা বিভাগ আনসার ভিডিপি রেঞ্জ

৫. রাজশাহী বিভাগ আনসার ভিডিপি রেঞ্জ

৬. বরিশাল বিভাগ আনসার ভিডিপি রেঞ্জ

৭. সিলেট বিভাগ আনসার ভিডিপি রেঞ্জ

৮. রংপুর বিভাগ আনসার ভিডিপি রেঞ্জ

৯. ময়মনসিংহ বিভাগ আনসার ভিডিপি রেঞ্জ

১০. খুলনা মেট্রোপলিটন আনসার ভিডিপি রেঞ্জ

আর হ্যাঁ আপনি যদি লক্ষ্য করেন তাহলে নিশ্চয়ই মনে রয়েছে ইতোমধ্যে আমরা উল্লেখ করেছি– বাংলাদেশ আনসার ভিডিপি বাহিনীর ৯৫ হাজার সাধারণ আনসার, ১৮০০০ ব্যাটালিয়ন আনসার ও আনুমানিক ৫৮ লক্ষ ৪০ হাজার ভিডিপি সদস্য রয়েছে। 

নাম্বার ৫.

আনসার ভিডিপিতে কত বছর চাকরি করা যায়?

উত্তর: আনসার ভিডিপিতে মূলত তিন বছর চাকরি করা সম্ভব। মানে আপনি সাধারণ আনসারের চাকরি হওয়ার পর তিন বছর চাকরি করতে পারবেন। 

নাম্বার ৬. 

সাধারণ আনসার প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কি কি প্রয়োজন?

উত্তর: সাধারণ আনসার প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আনসার মৌখিক প্রশিক্ষণে শিক্ষাগত যোগ্যতার সনদ এবং চারিত্রিক ও নাগরিকত্ব সার্টিফিকেট দাখিল করতে হয়। আর তাই সে সময় এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সাথে আনা জরুরী।

নাম্বার ৭. 

সাধারণ আনসারের প্রশিক্ষণ শেষ করে কোথায় কর্মরত হওয়া যায়?

উত্তর: প্রশিক্ষণ সাফল্যজনকভাবে যদি শেষ করা যায় তাহলে পরবর্তীতে সরকারি বেসরকারি কেপিআই অথবা গুরুত্বপূর্ণ সংস্থায় নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করার সুযোগ পাওয়া যায়। মূলত আপনি সরকারি বেসরকারি সংস্থাগুলোতে চাকরি করার সুযোগ পাবেন। 

নাম্বার ৮.

আনসার ভিডিপিতে চাকরির বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা কি কি?

উত্তর: ২০১৫ সাল অনুযায়ী আনসার ভিডিপি তে ব্যাটালিয়ন আনসারদের বেতন গ্রেড ১৮ তম এবং বেতন স্কেল ৮৮০০ থেকে ২৩৩১০ টাকা। তবে হ্যাঁ পরবর্তীতে ১৭ তম বেতন গ্রেডে বেতন স্কেল ধার্য করা হয়েছে ৯০০০ থেকে শুরু করে ২৩,১৮০০ টাকা পর্যন্ত। 

বেতনের পাশাপাশি সুবিধা হিসেবে আরো রয়েছে দুইটি উৎসব ভাতা, দুইটি ইউনিট রেশন পাশাপাশি ভর্তুকি মূল্য প্রদান এর সুবিধা। এছাড়াও কর্মরত অবস্থায় যদি কোন কর্মী মৃত্যুবরণ করে তাহলে ৫ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গু হয়ে গেলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের সুব্যবস্থা রয়েছে। 

অতএব আপনি যদি আনসার ভিডিপিতে চাকরি করেন তাহলে বেতন ও সুযোগ সুবিধা হিসেবে এগুলো ভোগ করতে পারবেন। 

মূলত এছাড়াও আনসার ভিডিপি নিয়ে ইউজারদের মনে আরও প্রশ্ন রয়েছে। তাই এ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের (ক্লিক করুন)  এই পেজটি অনুসন্ধান করতে পারেন। 

আর হ্যাঁ, ২০২৩ সালের ১৪ই জানুয়ারি আনসার ভিডিপি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমরা মূলত আলোচনার এ পর্যায়ে বাংলাদেশ আনসার ভিডিপি পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০২৩ তুলে ধরব। 

বাংলাদেশ আনসার ভিডিপি পরীক্ষার প্রশ্নপত্র ২০২৩

আনসার ভিডিপি সাধারণ জ্ঞান

বাংলাদেশ আনসার ভিডিপি পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩

বাংলা অংশের সমাধান:

১. 

ক) অক্ষির সম্মুখে = প্রত্যক্ষ

খ) উপকারীর উপকার স্বীকার করে যে =কৃতজ্ঞ

গ) একই সময়ে বর্তমান = সমসাময়িক 

ঘ) যা উচ্চারণ করা যায় না= অনুচ্চার্য

ও) যে বিবেচনা করে কাজ করে না = অবিবেচক

২. 

বাগধারার অর্থসহ বাক্য লিখুন 

ক) আঠারো মাসে বছর = ঢিলেমি/ আলসেমি (সুমনের কাজে সব সময় আঠারো মাসে বছর লেগেই থাকে।]

খ) চিনে জোঁক = চিনে জোঁক = নাছোড়বান্দা [জাকিয়া পড়াশুনায় চিনে জোঁকের মত লেগেই আছে।]

গ) ডান হাতের ব্যাপার = ভোজন করা [দেরি না করে চলেন ডান হাতের ব্যাপার সেরে ফেলি।] 

ঘ) বর্ণচোরা = কপটচারী [সুমনের মত বর্ণচোরা লোক সমাজে অভাব নেই।

ঙ) সপ্তমে চড়া = প্রচণ্ড উত্তজনা [বাংলাদেশের খেলা দেখা মানেই সপ্তমে চড়ার মত।]

৩. শুদ্ধ করে লিখুনঃ

ক) প্রতুহ = প্রত্যহ

খ) জৈস্ট্য = জ্যৈষ্ঠ

গ) তক্ষন = ভক্ষণ

ঘ) স্মৃতিশোধ = স্মৃতিসৌধ

ও) পরিক্ষা = পরীক্ষ

৪. মেট্রোরেল সম্পর্কে ১০টি বাক্য লিখুন। 

বাংলাদেশের প্রথম মেট্রোরেল সম্পর্কে ১০ টি বাক্য নিচে দেয়া হলোঃ- 

  • ঢাকা মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে মাস র‍্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি নামে পরিচিত। 
  • ২৮ ডিসেম্বর, ২০২২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল প্রথম উদ্বোধন করেন। 
  • ২৬ জুন ২০১৬ তারিখে ঢাকা মেট্রোরেল প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়। 
  • মেট্রোরেল প্রকল্পে অর্থায়ন করছে জাইকা (৭৫%) ও বাংলাদেশ সরকার। 
  • মেট্রোরেল প্রকল্পের বাজেট ৩৩,৪৭১.৯৯ কোটি টাকা। 
  • মেট্রোরেলের প্রথম নারী চালক মরিয়ম আফিজা। 
  • মেট্রোরেল পরিচালনা–প্রযুক্তি হচ্ছে – কমিউনিকেশন বেইজড ট্রেন কন্ট্রোল সিস্টেম (সিবিটিসি) 
  • মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য উপকেন্দ্রের সংখ্যা ৫টি। 
  • মেট্রোরেল প্রকল্পের ধাপ বা প্যাকেজ–সংখ্যা হচ্ছে ৮টি। 

গণিত অংশের সমাধান:

৫. ৪০ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রস্থবিশিষ্ট একটি মাঠের মাঝে আড়াআড়িভাবে ১.৫মি: প্রশস্ত রাস্তা ২টি রাস্তা আছে।

উত্তর: ১০২.৭৫ বর্গমিটার

৬. কোন শহরের বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ। ঐ শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন হলে, ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?

উত্তরঃ ৮৭, ৪১,৮১৬ জন

৭. যোগফল নির্ণয় করুনঃ

1/a-2+a+2/a2+2a+4

উত্তর: 2 (a^2+a)/a^3-8

ইংরেজি অংশের সমাধান:

৮. Translate into English.

ক) সে কি নিয়মিত পড়ালেখা করে? 

উত্তর: Does he study regularly?

খ) তাকে ভেতরে এসে চা খেতে দাও। 

উত্তর: Let him come in and have tea.

গ) সে যেন সুখে স্বাচ্ছন্দে থাকে। 

উত্তরঃ May he be happy and at ease.

ঘ) সে সাঁতার জানে না। 

উত্তরঃ She/ he doesn’t know how to swim. 

ঙ) সে কি স্কুলে যাচ্ছে না? 

উত্তরঃ Is not he going to school?

9. Fill in the blanks.

a) Water into –Vapor. 

উত্তর: changed

His father died–two months. 

উত্তর: before

c) It has been raining …… morning. 

উত্তর: since

d) —-this pen I have two others pens. 

উত্তর: Besides

e) The sky is —–us. 

উত্তর: above

১০. Make a sentence with the following Phrase.

a) Apple of discord = বিবাদের কারণ [The paternal property has become an apple of discord for his children. ] b) Crocodile tears মায়াকান্না [ Don’t shed any crocodile tears for money.]

c) In lieu of = পরিবর্তে [Give me happiness in lieu of money.] d) Nip in the bud = অঙ্কুরে বিনষ্ট করা [Don’t rip in the bud of any step of your children.) e) Blue blood = আভিজাত্য [ Tamim is from a blue blood family.]

১১. Write 5 sentences about the Father of the Nation of Bangladesh.

The father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman is the makes of Independent Bangladesh. He is recognized as the great Bengali of the past thousands of years. Bangabandhu not only loved the people and was in politics for them, but he was also willing to make any sacrifice for them. 

He believed that “achieving anything great requires sacrifice and persistence. Most importantly, Bangabandhu, in his lifetime, could transform himself. When he was growing up, communal politics was the order of the day and his incomplete autobiography, The Unfinished Memoirs, contains many such examples. সাধারণ জ্ঞান অংশের সমাধান

পাশাপাশি আপনারা যদি আনসার ভিডিপি বিগত সালের প্রশ্ন সমাধান গুলো দেখতে চান তাহলে এখনই গুগলে সার্চ করুন অথবা আমাদের চাকরি নিউজ ডটকম ওয়েবসাইটকে ফলো করুন। এবার আসুন আলোচনার শেষ পর্যায়ে জেনে নেওয়া যাক– আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে।

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ইতোমধ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনবল নিয়োগের উদ্দেশ্যে ০৬ মে নতুন সার্কুলার প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। উক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে এসএসসি পাশে মোট ৪১৮ জন যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ দেবে আনসার ভিডিপি কর্তৃপক্ষ। গুপ্ত বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য সময় রয়েছে আর মাত্র একদিন কেননা আবেদনের শেষ তারিখ ৩১ মে ২০২৩। 

তাই যে বা যারা আনসার ভিডিপিতে চাকরি করতে ইচ্ছুক তারা এখনই ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সরাসরি https://recruitment.bdansarerp.gov.bd/application-circulars এই লিংকে গিয়ে আবেদন করুন দ্রুত। 

আনসার ভিডিপির শূন্য পদের নাম ব্যাটালিয়ন আনসার। আনসার ভিডিপির নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের প্রক্রিয়া অনলাইন। তবে কখনো কখনো অফলাইনে ও অর্থাৎ কুরিয়ার/ডাকযোগ  অথবা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেও আবেদন কার্য সম্পন্ন করা হয়। আনসার ভিডিপিতে নিয়োগ ফ্রি বাবদ আবেদনের শর্তাবলী সম্পর্কে জানতে মনোযোগ সহকারে পড়ুন আনসার ব্যাটালিয়ন নতুন জব সার্কুলার। 

বর্তমানে প্রকাশিত চলমান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাইলে ক্লিক করতে পারেন নিচে উল্লেখিত লিংকে। 👉👉👉 (সার্কুলার pdf ডাউনলোড লিংক)।

আরও পড়ুনঃ অফলাইন এবং অনলাইনে চাকরির আবেদন করার নিয়ম

আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

অন্যান্য চাকরি পরীক্ষার মতো লিখিত এবং মৌখিক অর্থাৎ ভাইবা এই দুই ধরনের পরীক্ষার মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হয় আনসার ভিডিপি নিয়োগের ক্ষেত্রে। আনসার ভিডিপি নিয়োগ পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে অবশ্যই আপনাকে পূর্ব প্রস্তুতি নেওয়ার প্ল্যান সাজাতে হবে। এ সম্পর্কে আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আর হ্যাঁ, ভাইভা বোর্ডে যে প্রশ্ন গুলা প্রায় করা হয় সেগুলো হলো: 

  • আপনার নাম কি?
  • আপনার নামের অর্থ কী?
  • আপনার জেলার নাম কি?
  • আপনার জেলা কেন বিখ্যাত?
  • আপনার জেলার বিখ্যাত একজন মুক্তিযুদ্ধার নাম বলুন?
  • আপনার বয়স কত?
  • আজ বাংলার কত তারিখ ?
  • এই নামের একজন বিখ্যাত ব্যাক্তির নাম বল?
  • তোমার পরিবার সম্পর্কে বল?
  • বাংলাদেশের সেনা প্রধানের নাম কী?
  • বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহা পরিচালকের নাম কী?
  • হিজরির কত তারিখ?
  • আপনার নিজের সম্পর্কে ইংরেজিতে বলুন?

আরও পড়ুনঃ নিজের সম্পর্কে ১০ টি বাক্য বাংলায় ( চাকরির ক্ষেত্রে যা বলা দরকার)

এক কথায় খুবই সাধারণ কিছু প্রশ্ন করা হয় ভাইবা পরীক্ষায়। তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, আনসার ভিডিপি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান সম্পর্কিত আলোচনা পর্বের আজ এখানেই ইতি টানছি। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *