প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ভালো

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ভালো

 দেশ ও জাতির উন্নয়নে, পাশাপাশি নতুন তরুন তরুণীদের উজ্জ্বল ভবিষ্যতের পেছনে শ্রেষ্ঠ ভূমিকা থেকে থাকে শিক্ষক গোষ্ঠীর। পৃথিবীতে শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা, যাকে অন্য কোন পেশার সাথে তুলনা করা যায় না। আমাদের এই বাংলাদেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে একজন আদর্শ শিক্ষক হয়ে দেশের কারিগর হিসেবে নিযুক্ত হওয়া সম্ভব হয়।

আপনার প্রস্তুতি যাচাই করুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ: বিষয়ভিত্তিক মডেল টেস্ট

আর তাইতো আপনারা যারা ক্যারিয়ার হিসেবে প্রাথমিক শিক্ষক হওয়াকে মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করি, তাদের ধ্যান-জ্ঞান হলো— প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন শিক্ষক হিসেবে নিযুক্ত হওয়া।

বর্তমানে বিশাল সংখ্যক মানুষ রয়েছেন যারা ক্যারিয়ার হিসেবে শিক্ষকতাকেই বেছে নিতে চান। আর তাইতো সেই সকল মানুষের মনে স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন ঘুরে বেড়ায়। কেউ জানতে চান– প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো করার উপায়, আবার কেউ কেউ জানতে চান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ভালো বা কোন গাইড সবচেয়ে বেশি কার্যকরী!

মূলত আজকের এই প্রবন্ধে আমরা– প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ভালো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের আশা করে থাকেন তাহলে অবশ্যই সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ নিন এবং আমাদের দেওয়া টিপস গুলো মেনে চলার চেষ্টা করুন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ভালো?

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য একজন চাকরিপ্রার্থীকে অবশ্যই অনেক কিছু ভাবতে হয়। কিন্তু প্রথমত আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ভালো এ সম্পর্কে আলোচনা করব। 

তাই প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি নেওয়ার সময় কোন বই থেকে আপনি অধিক বেশি কমন পেতে পারেন, সে সম্পর্কে জেনে নিন এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার বুকলিস্ট সম্পর্কে অবগত হোন। 

আপনি যদি মার্কেটে যান তাহলে বর্তমান বাজারে এমন অসংখ্য নোট বই, হ্যান্ড বই পেয়ে যাবেন যেগুলো প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য প্রযোজ্য। তবে আমরা অনেকেই বিভিন্ন মানুষের কথা শুনে বিভিন্ন ধরনের গাদা গাদা বই কিনে ফেলি। যেটা একদমই আমাদের জন্য ভুল এবং ক্ষতি কর সিদ্ধান্ত। 

আরও পড়ুনঃ চাকরির পরীক্ষায় ভালো করার উপায় (টিপস ও ট্রিকস).

কেননা এতে করে আমাদের পড়া নিয়ে মস্তিষ্কে আলাদা স্ট্রেস পড়ে যায় অথচ পড়ার দিকে অধিক বেশি কনসেনট্রেট দেওয়াটাই পসিবল হয় না। আর তাছাড়াও প্রতিযোগিতার এই সময়টায় আপনি যদি যেকোনো পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে চান, তাহলে অবশ্যই  সাধারন বিষয়ে অধিক বেশি জ্ঞানী হতে হবে। 

তাই এজন্য আপনাকে ক্লাস ওয়ান থেকে শুরু করে টেন পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো বেশ ভালোভাবে পড়তে হবে এবং সমস্ত কিছু নিজের আয়ত্তে আনতে হবে। এরপর বই পড়ুয়াদের রিভিউয়ের উপর বিবেচনা করে যেকোনো একটি বা দুইটি গাইড কিনতে পারেন আপনি। 

সেই সাথে বিগত সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার কোশ্চেন এর উপর ভিত্তি করেও আপনি নিজেও রিসার্চ করার মাধ্যমে আপনার জন্য সেরা বইটি বাছাই করতে পারেন। 

মনে রাখবেন— শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে নয়, মূলত যে কোন চাকরির পরীক্ষার জন্য আপনি সবচেয়ে ভালো প্রিপারেশন নিতে পারবেন যদি সাধারন বিষয়গুলোর সম্পর্কে অবগত হোন। সেই সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এবং দেশের খবরাখবর এর আপডেট জানেন । কেননা চাকরির পরীক্ষাগুলো মূলত এই সকল বিষয়ের উপর ভিত্তি করেই নেওয়া হয়ে থাকে।

প্রাথমিক শিক্ষক বদলির অনলাইন আবেদন করার নিয়ম

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য সেরা গাইড বই

এ পর্যায়ে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক বা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য জনপ্রিয় কিছু গাইড এর নাম সাজেস্ট করব। কেননা এই বইগুলো লেখক এতটাই সুন্দর ও সাবলীলভাবে উপস্থাপন করেছেন যে ইতোমধ্যে বাজারে খুব চলছে এবং যারা ইতোমধ্যে এই বইটি পড়েছেন তারা তাদের সুন্দর মতামত প্রকাশ করেছেন। 

জেনে নিন- সঠিকভাবে চাকরির দরখাস্ত লেখার নিয়ম

তাহলে আসুন জেনে নেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইলে আপনি গাইড হিসেবে কোন গুলো কিনতে পারেন। 

  • ✓ ওরাকল প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড 
  • ✓ জেনুইন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ গাইড
  • ✓ এপেক্স প্রাথমিক সহকারী ও প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড
  • ✓ এক্সসেপশন, প্রাথমিক শিক্ষক ভাইভা গাইড
  • ✓ জর্জ প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড 
  • ✓ প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড 
  • ✓ খাইরুলস প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড 
  • ✓ এক্সিলেন্ট প্রাথমিক ও প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এনালাইসিস 
  • ✓ দিকদর্শন প্রাক-প্রাথমিক/প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা
  • ✓ সিসটেক প্রাক-প্রাথমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা
  • ✓ কারেন্ট ভিউ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা

তবে হ্যাঁ, পাশাপাশি আপনি আরও যে সকল বইয়ের সাহায্য নিতে পারেন সেগুলো হলো: 

  • ম্যাজিক ম্যাথ, মূল্য ৫৪৭ টাকা।
  • আশরাফুল ম্যাথ ককটেল (প্রিলি), মূল্য ৫১৮ টাকা।
  • প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন স্পেশাল মাজিক ম্যাথ, মূল্য ৪২৫ টাকা।
  • প্রাইমারি শিক্ষক নিয়োগ (ভাইভা এনালাইসিস), মূল্য ২৯৯ টাকা।
  • দি রয়েল প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ সহায়িকা, মূল্য ৩৫৪ টাকা।
  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ মডেল টেস্ট ও সমাধান, মূল্য ১৭০ টাকা।
  • সাইফুলস ট্রাক প্রাথমিক এবং প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ সহায়িকা, মূল্য ৪৫০ টাকা।
  • কারেন্ট বেসরকারি সহকারী শিক্ষক নিয়োগ গাইড ইসলাম শিক্ষা, মূল্য ৫৯৯ টাকা।
  • ক্যারিয়ার এক্সপার্ট প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সাজেশন, মূল্য ১৭৯ টাকা।
  • সস প্রাইমারি  শিক্ষক নিয়োগ গাইড, মূল্য ৩০৮ টাকা।
  • প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সাপ্লিমেন্টারি ও মডেল টেস্ট, মূল্য মাত্র 74 টাকা।
  • প্রফেসর রিসেন্ট জব সলিউশন, মূল্য মাত্র ৩৫০ টাকা
  • প্রফেসরস প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা, মূল্য ৭০০ টাকা
  • অথেন্টিক প্রাইমারি শিক্ষক নিয়োগ এনালাইসিস, মূল্য ৫৯০ টাকা
  • সিস্টেক ডিপিএড সহায়িকা, মূল্য ৭৫০ টাকা
  • অগ্রদূত প্রাথমিক শিক্ষক শিক্ষা পিডিএফ সহায়িকা, মূল্য ৬২৬ টাকা।

প্রাইমারি শিক্ষক নিয়োগ বই গাজী মিজানুর রহমান

প্রাথমিক শিক্ষক নিয়োগের মত এত বড় পরীক্ষায় বলা যায় আপনি যুদ্ধে নামবেন। তাই অবশ্যই আপনাকে শক্তপোক্ত প্রস্তুতি নিতে হবে আর তবেই আপনি টিকতে পারবেন। তাছাড়াও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক নিয়োগে যে পরিমাণ চাকরি প্রার্থী রয়েছে মনে হয় না অন্য কোন চাকরিতে আপনি তার সংখ্যাটা এত বেশি দেখতে পাবেন। 

কেননা পরিসংখ্যান থেকে এটাই জানা যায়– একটি আসনের জন্য কমপক্ষে ২৫০ জন প্রার্থী লড়াই করে এই পরীক্ষার মাধ্যমে। তাই অবশ্যই আপনাকে আপনার ভিত্তি শক্ত করতে হবে। 

আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পর্কে A টু Z

আর এক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে – প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইভা এনালাইসিস, অথেন্টিক মডেল টেস্ট এন্ড শর্ট সাজেশন এবং অথেন্টিক প্রাইমারি শিক্ষক নিয়োগ এনালাইসিস তিনটি বই। যার লেখক গাজী মিজানুর রহমান। কেননা তার লিখিত বইগুলো অধিক বেশি সম্ভব নয় এবং বিগত কয়েক বছরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সাথে অনেকটাই মিলিত। 

প্রাইমারি শিক্ষক নিয়োগ বই pdf

ইমুতে আপনি যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ বই পিডিএফ ফাইল সংগ্রহ  করতে চান তাহলে আমাদের নিচে উল্লেখিত এই লিঙ্কগুলো থেকে এখনই ডাউনলোড করতে পারেন। 

১. পিডিএফ লিংক– ক্লিক করুন 

২. পিডিএফ লিংক– ক্লিক করুন 

৩. পিডিএফ লিংক– ক্লিক করুন 

PDF Credit : Boox Exam BD

পিডিএফ ফাইটি ওপেন করার সময় পাসওয়ার্ড দিতে হবে । পাসওয়ার্ড – Hridoy. 

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য গণিত বই

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে অনেকেই গণিত নিয়ে বেশি চিন্তিত থাকেন। তবে আপনি যদি অষ্টম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর গণিত বইগুলো ফলো করেন, তাহলে অনেকটাই কমন পাওয়ার সম্ভাবনা বাড়বে। 

পাশাপাশি গণিতের জন্য প্রাইমারি পরীক্ষার ফাইনাল সাজেশন কমপ্লিট করলেও আপনি প্রায় ৯৫ ভাগ কমন পাবেন। এর জন্য আপনাকে পাটিগণিত থেকে যা যা বিষয় আয়ত্ত করতে হবে সেগুলো হলো:

  • সংখ্যার ধারণা
  • অনুপাত–সমানুপাত ও মিশ্রণ
  • সময় দূরত্ব ও গতিবেগ
  • লসাগু গসাগু
  • শতকরা
  • সুদকষা
  • লাভ ক্ষতি
  • বয়স নির্ণয় এবং
  • কাজ ও সময়।

অপরদিকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় গণিত ভালো করতে চাইলে বীজগণিতে আপনার যে যে বিষয় সম্পর্কে জানতে হবে সেগুলো হলো:

  • সরল সমীকরণ
  • বীজগাণিতিক মান নির্ণয়
  • বীজগণিতিক রাশিমালা

সেই সাথে জ্যামিতিতে অবশ্যই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং বৃত্ত সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। কেননা স্বাভাবিকভাবেই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনাকে আশিটি নৈবিত্তিক প্রশ্নের উত্তর করতে হবে। সময় বেঁধে দেওয়া হবে মাত্র এক ঘন্টা। তাই আপনি প্রতি প্রশ্নের জন্য এক মিনিটের কম সময় পাচ্ছেন। 

অতএব ভালো প্রস্তুতি আপনাকে প্রাইমারি পরীক্ষায় ভালো মার্ক পেতে অবশ্যই কাজে দেবে।

আর হ্যাঁ, যারা জানার আগ্রহ প্রকাশ করেন গণিতে মূলত কতগুলো প্রশ্ন কোন কোন অংক থেকে এসে থাকে? তাদেরকে বলব পূর্ববর্তী প্রশ্নগুলো লক্ষ্য করুন। 

কেননা  বিগত সালের প্রশ্নগুলো লক্ষ্য করলে দেখা যায়, পাটিগণিত থেকে মোটামুটি ১১ টি টিক চিহ্ন, বীজগণিত থেকে ছয়টি এবং জ্যামিতি থেকে তিনটির মত নৈবিত্তিক প্রশ্ন আসে। আবার কখনো কখনো কম অথবা বেশিও হতে পারে। আপনি যদি প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন তাহলে নিজে থেকেই বুঝে যাবেন যে কোনটায় কতটুকু সময় দেওয়া উচিত। 

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির জন্য ইংরেজি বই

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যদি ইংরেজিতে ভালো পিপারেশন নিতে চান তাহলে গ্রামার অংশের প্রস্তুতি বেশ ভালোভাবে নিতে হবে। সেই সাথে ভোকাবুলারি, ইংরেজি লিটারেচার এবং লিখিত বিষয়বস্তুর দিকেও নজর দিতে হবে। 

গ্রামার অংশের প্রস্তুতি

বিসিএস পরীক্ষায় ইংরেজি গ্রামার অংশে ২০ নম্বরের প্রশ্ন এসে থাকে। আর আপনি যদি প্রাইমারি শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে চান তাহলে গ্রামার অংশের প্রস্তুতির জন্য– Preposition, Idioms and Phrases, Article, Group Verb, subject-Verb Agreement, Illogical Comparisons, Parallelism, Dangling/Misplaced Modifiers, Inversions, Parts of Speech, Identification of Clause, Conditional Sentence, Voice, Narration, Degree of Comparisons, Embedded Question এই টপিকগুলোয় অধিক বেশি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে আপনি যে বইগুলোর সহযোগিতা নিতে পারেন সেগুলো হচ্ছে:

  •  TOEFL Cliff’s & Barron’s, 
  • Common Mistakes in English by T. J. Fitikides

ইংরেজি লিটারেচার এবং লিখিত অংশের প্রস্তুতি

প্রাইমারি শিক্ষক নিয়ম পরীক্ষায় যদি আপনি ইংরেজির লিটারেচার অংশে ভালো মার্ক পেতে চান তাহলে ইংরেজি সাহিত্যের যুগ সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন করুন এবং কোন সাহিত্যিক কোন যুগের এই বিষয়গুলো মাথায় রাখুন। অবশ্যই যাদের সম্পর্কে আপনাকে জানতে হবে তারা হলেন- Elizabethan, Romantic, Victorian ও Modern। শুধু তাই নয় পিরিয়ডের প্রধান প্রধান সাহিত্যিক ও সাহিত্য কর্মের নাম গুলো আপনাকে জানতে হবে। যেমন: 

  • William Shakespeare, 
  • William Wordsworth, 
  • John Keats, 
  • Charles Dickens, 
  • GB Shaw সহ প্রমুখ। 

অপরদিকে লিখিত পরীক্ষায় ভালো করতে চাইলে আপনাকে ল্যাংগুয়েজ এর বেসিক টা শিখে ফেলতে হবে। মূলত ফ্রী হ্যান্ড- এ আপনি ভালো হয়ে থাকলে লিখিত পরীক্ষায় কোন সমস্যা হবে না। 

পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য কোন বই ভালো এ সম্পর্কিত আমাদের আলোচনা পর্ব আজ এখানেই শেষ করছি। আশা করা যায়, আমাদের সাজেস্টকৃত বইগুলো থেকে আপনি যেকোনো একটি আপনার জন্য বাছাই করতে পারবেন, যেটা আপনার কাছে প্রাথমিক শিক্ষক নিয়োগের মত এত  বিশাল প্রতিযোগিতামূলক পরীক্ষাকে সহজ করবে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *