এইচএসসি পাশে সরকারি চাকরি

এইচএসসি পাশে সরকারি চাকরি কোনগুলো

চাকরি হচ্ছে কতিপয় কর্মকাণ্ডের সমষ্টি, যা সাধারনত নিয়মিত করা হয় এবং অর্থ বিনিময়ের মাধ্যমে তাতে সংযুক্ত হতে হয়। আরো সহজ ভাবে বলতে গেলে আপনি স্বাভাবিকভাবেই এটা বলতে পারেন যে– চাকরি হলো কিছু কাজ, যেটা করার মাধ্যমে আপনি পারিশ্রমিক হিসেবে কিছু নির্ধারিত অংকের টাকা পেয়ে থাকেন। চাকরি হলো  মানুষের আয় রোজকারের একটি মাধ্যম।

মাদের মাঝে বিশাল সংখ্যক মানুষ রয়েছেন যারা এইচএসসি পাশে  সরকারি চাকরি খোঁজায় ব্যতিব্যস্ত। অনেকের প্রশ্ন— এইচএসসি পাশে সরকারি চাকরি কোনগুলো? মূলত তাদের সেই প্রশ্নের সমাধানের উদ্দেশ্যেই আমাদের আজকের এই আর্টিকেল।

তো পাঠক বন্ধুরা আপনারা যারা এইচএসসি পাশে চাকরির জন্য মরিয়া হয়ে উঠেছেন এবং এইচএসসি পাশ করার পর কোন কোন চাকরি পাওয়া যায় এ সম্পর্কে জানতে অনেক বেশি আগ্রহি তারা অবশ্যই আমাদের আজকের প্রবন্ধটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। তাহলে আসুন জেনে নেই– এইচএসসি পাশে সরকারি চাকরি কোনগুলো সে সম্পর্কে।

আরো পড়ুনঃ জেনে নিনি- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পর্কে A টু Z

এসএসসি পাশে সরকারি চাকরি কোনগুলো?

বেকারত্ব এবং মধ্যবিত্তের গোপন হাহাকার এমন একটি বাজে পরিস্থিতির সম্মুখীন করে যেটা বলার অপেক্ষা রাখে না। মূলত সেই পরিস্থিতির ভয়াবহ রূপ তাদের দ্বারাই  সম্পূর্ণভাবে বোঝা সম্ভব হয়, যারা কিনা সেই সময়টা অতিবাহিত করে এসেছে এবং বর্তমানে অতিবাহিত করছে। আর আমরা এমনিতেও বলে থাকি বেকারত্ব একটি মানুষের জীবনে অভিশাপ স্বরূপ।

একটি মানুষের লেখাপড়ার মূল উদ্দেশ্য থাকে শিক্ষা গ্রহণ করা এবং জীবনের প্রয়োজনে এমন একটি চাকরি করা যেটার তাগিদে আমরা ছোট্ট এই  জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব। আমাদের এই সমাজে এক এক পরিবার এক এক পরিস্থিতির সম্মুখীন। পরিবারে বসবাসকৃত কিছু সন্তান রয়েছে যারা পড়াশোনা শেষ করে জবে ঢুকলেও কোন সমস্যা নেই, আবার না ঢুকলেও কোন সমস্যা নেই।

ঠিক একই ভাবে আমাদের মাঝে এমন কিছু পরিবারের এমন কিছু সন্তানও রয়েছে, যাদের চাকরির খুব প্রয়োজন। আর এই চাকরির প্রয়োজনীয়তা পড়াশোনা শেষ হবার আগেই হয়ে থাকে। এর এর অন্যতম কারণ দারিদ্রতা। এজন্য বিশাল বড় সংখ্যক মানুষের মাঝেই এসএসসি এসএসসি পাশের পর চাকরিতে জয়েন করার মনোভাব থেকে থাকে। মূলত এইচএসসি পাশের পর প্রায় অনেক ধরনের সরকারি এবং বেসরকারি নিম্নমানের চাকরি পাওয়া যায়। যেগুলোর বেতন  মোটামুটি আট থেকে কুড়ি হাজার টাকা।

তাই যারা সচরাচর প্রশ্ন করে থাকেন– HSC পাস করার পর কোন কোন চাকুরি পাওয়া যায় এবং সরকারি কোন চাকরিগুলো হয়ে থাকে? তাদেরকে বলব– এটা মূলত নির্দিষ্টভাবে বলা বড় কঠিন। কেননা বর্তমানে বাংলাদেশে এমন অনেক কোম্পানি বা সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সেক্টরে কিছু পদে এইচএসসি পাশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আর আপনি চাইলেই সেই পোস্টগুলো ফলো করে আপনার পছন্দমত যে কোন চাকরিতে আবেদন করতে পারেন।

এক্ষেত্রে কিছু চাকরি থাকে যেগুলোতে সরাসরি বা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হয়। আবার কিছু কিছু চাকরি থাকে যেগুলোতে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আবেদন করতে পারেন। তাই এইচএসসি পাশের সরকারি চাকরি কোনগুলো এ প্রশ্নের উত্তরে নির্দিষ্ট কোনো পদের নাম উল্লেখ করতে পারছি না। তবে আজকের এই প্রবন্ধে আমরা পরবর্তী ধাপে আপনাদেরকে এমন কিছু সার্কুলার সাজেস্ট করব যেগুলোতে বর্তমানে এসএসসি পাশে জনবল নিয়োগ দেওয়া হবে। মূলত আপনি চাইলেই আবেদন করতে পারেন সেই সকল শূন্য পদে।

আরও দেখুনঃ ফ্রিল্যান্সিং কী ? ফ্রিল্যান্সিং কোন কাজের চাহিদা বেশি ? ফ্রিল্যান্সিং এর A টু Z

এইচএসসি পাসে সরকারি চাকরির চলমান সার্কুলার ২০২৩

বর্তমানে এইচএসসি পাশের সরকারি বেসরকারি ও কোম্পানির বেশ কিছু সার্কুলার চলমান রয়েছে। যেগুলোতে আপনি এখনই অনলাইন অথবা অফলাইন দুই মাধ্যমে আবেদন করতে পারবেন। তাহলে আসুন এ পর্যায়ে এসএসসি পাশে এমন কিছু চাকরির সার্কুলার প্রকাশের তারিখ ও পদের সংখ্যা এবং সেই প্রতিষ্ঠানের নাম জেনে নেওয়া যাক।

১.

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি 
  • টাইটেলঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
  • পদের সংখ্যাঃ ৫টি পদে ১০ জন
  • আবেদন করার শেষ তারিখঃ ১১ এপ্রিল, ২০২৩

২.

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ চট্টগ্রাম উন্নয়ন
  • টাইটেলঃ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 
  • পদের সংখ্যাঃ ২৩টি পদে ১০০ জন
  • আবেদন করার শেষ তারিখঃ ২২ মার্চ, ২০২৩

৩.

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ  জনপ্রশাসন মন্ত্রণালয়
  • টাইটেলঃ জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
  • পদের সংখ্যাঃ ৩টি পদে ৩ জন
  • আবেদন করার শেষ তারিখঃ ১৩ মার্চ, ২০২৩

৪.

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ  বাংলাদেশ পুলিশ 
  • টাইটেলঃ বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
  • পদের সংখ্যাঃ ৩টি পদে ১৯ জন
  • আবেদন করার শেষ তারিখঃ ১৮ মার্চ, ২০২৩

৫. 

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ  কর কমিশনার কার্যালয়
  • টাইটেলঃ কর কমিশনার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
  • পদের সংখ্যাঃ ৯টি পদে ৩৪ জন
  • আবেদন করার শেষ তারিখঃ ২৫ মার্চ, ২০২৩

৬.

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ  ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল
  • টাইটেলঃ ট্যাকসেস আপীলাত ট্রাইবুনাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
  • পদের সংখ্যাঃ ২টি পদে ১০ জন
  • আবেদন করার শেষ তারিখঃ ৩১ মার্চ, ২০২৩

৭. 

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
  • টাইটেলঃ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
  • পদের সংখ্যাঃ ৪টি পদে ১৮ জন
  • আবেদন করার শেষ তারিখঃ ২৭ মার্চ, ২০২৩

৮. 

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) 
  • টাইটেলঃ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
  • পদের সংখ্যাঃ ৪টি পদে ৬ জন
  • আবেদন করার শেষ তারিখঃ ০৬ এপ্রিল, ২০২৩

৯.

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
  • টাইটেলঃ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
  • পদের সংখ্যাঃ ৩টি পদে ৪ জন
  • আবেদন করার শেষ তারিখঃ ২৩ মার্চ, ২০২৩

১০.

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
  • টাইটেলঃ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 
  • পদের সংখ্যাঃ ৩টি পদে ৬৬ জন
  • আবেদন করার শেষ তারিখঃ ৩০ মার্চ, ২০২৩

১১.

  • চাকরি দাতা প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
  • টাইটেলঃ  বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
  • পদের সংখ্যাঃ ১৩টি পদে ৭৩ জন
  • আবেদন করার শেষ তারিখঃ ২০ মার্চ, ২০২৩

এইচএসসি পাশ মহিলাদের জন্য সরকারি চাকরি ২০২৩

আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং এইচএসসি পাস করার পরবর্তীতে চাকরিতে নিয়োগ দিতে চান তাহলে নিচে উল্লেখিত প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারবেন। কেননা মাঝে মাঝেই এই সকল প্রতিষ্ঠান নতুন জনবল নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে বিশাল সার্কুলার প্রকাশ করে থাকে। যেগুলো সার্কুলারে এসএসসি পাশে অধিক জনবল নিয়োগ দেওয়া হয় এবং আবেদন করা সম্ভব হয় অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই। 

তাহলে আসন জেনে নেই এইচএসসি পাশে সরকারি কোন চাকরি গুলো মেয়েরা করতে পারে। তবে হ্যাঁ এ তো মধ্যে আপনাদেরকে এটা জানিয়েছে যে– প্রায় সকল ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো এসএসসি এবং এসএসসি পাশে নারী পুরুষ উভয় জনবল নিয়োগ দিয়ে থাকে। তবে কোন পদে নিয়োগ দেওয়া হবে এটা নির্দিষ্ট করে বলা কঠিন। এজন্য মূলত আপনাকে নিয়মিত সার্কুলার দেখতে হবে এবং সকল প্রতিষ্ঠানের আপডেট কৃত সারকুলার গুলো সংগ্রহ করতে হবে। 

তাই আপনি চাইলে আমাদের এই ওয়েবসাইট ফলো দিয়ে রাখতে পারেন কেননা এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন সরকারি বেসরকারি, কোম্পানি ও ব্যাংক রিলেটেড সকল প্রকার চাকরির সার্কুলার নিয়মিত প্রকাশ করি। তাহলে আসুন এ পর্যায়ে জেনে নেই এইচএসসি পাশ মহিলাদের জন্য সরকারি চাকরি গুলো কোন কোন প্রতিষ্ঠান দিচ্ছে তাদের নাম সমূহ। 

  • ✓ কৃষি বিপণন অধিদপ্তর 
  • ✓ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
  • ✓ বন অধিদপ্তর
  • ✓বাংলাদেশ পুলিশ
  • ✓ সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড
  • ✓ স্থাপত্য অধিদপ্তর
  • ✓ শিক্ষা মন্ত্রণালয়
  • ✓ শিল্প মন্ত্রণালয়
  • ✓বিস্ফোরণ অধিদপ্তর

এইচএসসি পাশে নারী পুরুষ উভয়ের জন্য সরকারি চাকরি ২০২৩

কিছু কিছু চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেগুলোতে শুধুমাত্র নারীদের নাম উল্লেখ থাকে আবার কখনো কখনো পুরুষের নাম উল্লেখ থাকে। তবে বেশিরভাগ সময় যে কোন  চাকরিটায় প্রতিষ্ঠান মূলত নারী-পুরুষ উভয়ের জন্য চাকরির সার্কুলার প্রকাশ করে। তাই আপনি যদি খুব তাড়াতাড়ি এসএসসি পাশে চাকরি করতে চান তাহলে নিচের উল্লেখিত প্রতিষ্ঠানের সার্কুলারের দিকে নজর রাখুন। যথা:-

  • ✓ ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি
  • ✓ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি
  • ✓ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
  • ✓ কর কমিশনার কার্যালয়
  • ✓ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট
  • ✓জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট
  • ✓ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র
  • ✓ পরিকল্পনা কমিশন
  • ✓ পল্লী উন্নয়ন বোর্ড
  • ✓ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর
  • ✓ পরিবেশ অধিদপ্তর
  • ✓ নৌ পরিবহন অধিদপ্তর
  • ✓ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর
  • ✓ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
  • ✓ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
  • ✓ বর্ডার গার্ড বাংলাদেশ
  • ✓ পায়রা বন্দর কর্তৃপক্ষ
  • ✓বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ
  • ✓বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট
  • ✓ প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ✓বাংলাদেশ ডাক বিভাগ
  • ✓ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি
  • ✓ রাজশাহী সিটি কর্পোরেশন
  • ✓যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
  • ✓ বাণিজ্য মন্ত্রণালয়।
  • ✓ বাংলাদেশ চা বোর্ড
  • ✓ ঔষধ প্রশাসন অধিদপ্তর
  • ✓ বাংলাদেশ কপিরাইট অফিস
  • ✓ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো
  • ✓ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সহ প্রভৃতি।

পরিশেষে: তো সুপ্রিয় পাঠক বন্ধুরা, এসএসসি পাশে সরকারি চাকরি করতে চাইলে মূলত গুগল নিউজে চোখ রাখুন এবং সম্প্রতি প্রকাশিত চাকরির সার্কুলার থেকে সঠিক তথ্য জেনে আবেদন করুন এইচএসসি পাশের সরকারি চাকরির শূন্য পদ সমূহে। আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

Similar Posts